কুমিল্লার চৌদ্দগ্রামে রোববার রাতে ১২টি ককটেলসহ ইয়াছিন নামের এক জামায়াত কর্মীকে আটক করেছে থানা পুলিশ। সে উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের যুগিরহাট গ্রামের মৃত আসলাম মিয়ার ছেলে। তার মুন্সিরহাট বাজারে ফয়সাল মেডিকেল নামের একটি দোকান রয়েছে।
চৌদ্দগ্রাম থানার এসআই আরিফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ইয়াছিনের হেফাজতে থাকা ১২টি ককটেলসহ তাকে দোকান থেকে আটক করে। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।