গোপালগঞ্জে মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ১জন নিহত

ছবি : বাংলাদেশের খবর

দুর্ঘটনা

গোপালগঞ্জে মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ১জন নিহত

  • প্রকাশিত ১২ মার্চ, ২০২০

গোপালগঞ্জের মুকসুদপুরে মোবাইলে কথা বলতে বলতে নিয়ন্ত্রণ হারিয়ে মোটর সাইকেল খালে পড়ে সুমন দেবনাথ (৩৫) নামে এক জন নিহত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে মুকসুদপুর উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের কাছে এ দূর্ঘটনা ঘটনা ঘটে।

নিহত সুমন দেবনাথ মুকসদুপুর উপজেলার ফুলবাড়ীয়া গ্রামের সুধির দেবনাথের ছেলে। তিনি উজানী বাজারের একটি দোকানের কর্মচারী ছিলেন।

মুকসুদপুর থানার পরিদর্শক (তদন্ত) আবদুল্লাহ আল মামুন বিশ্বাস বলেন, চালক সুমন দেবনাথ মোবাইলে কথা বলছিল এবং দ্রুত বেগে মোটর সাইকেল চালাচ্ছিল। পরে মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার খাদে পড়ে ঘটনাস্থালেই নিহত হয়।

মুকসুদপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাজীব হাসান জানান, সকালে মোটর সাইকেলে করে উজানী বাজার থেকে মুকসুদপুর যাচ্ছিলেন সুমন। এ সময় মোটর সাইকেলটি বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের কাছে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে ফেলে দেয়। এতে ঘটনাস্থলে সুমন দেবনাথ নিহত হন। পরে খবর পেয়ে মুকসুদপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ ও দূর্ঘটনা কবলিত মোটর সাইকেলটি উদ্ধার করে মুকসুদপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মরদেহ গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads