ইভিএম থেকে সরে আসুন : জমিয়ত

ইভিএম মেশিন

সংগৃহীত ছবি

রাজনীতি

 ইভিএম থেকে সরে আসুন : জমিয়ত

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ৩ সেপ্টেম্বর, ২০১৮

ডিজিটাল ভোট কারচুপির অসৎ উদ্দেশ্য থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারের আকস্মিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। ভোটগ্রহণে ইভিএম ব্যবহার থেকে সরে আসার জন্য নির্বাচন কমিশনের প্রতি দাবি জানিয়েছে দলটি।

দলটির মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী গতকাল রোববার বলেন, নির্বাচন কমিশন তফসিল ঘোষণার মাত্র দুই মাস আগে ইভিএম ব্যবহারের প্রস্তাব গ্রহণ করে নির্বাচনী পরিবেশকে বিতর্কিত করার চেষ্টা করছে। রাজনৈতিক দলগুলোর দেওয়া বিভিন্ন পরামর্শ গ্রহণ না করে উল্টো ইভিএম ব্যবহারের বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছে।

এই সিদ্ধান্তের মাধ্যমে নির্বাচন কমিশন নিজেদেরকে আরো বেশি বিতর্কের মধ্যে ফেলেছে। আমরা দলনিরপেক্ষ সরকারের অধীনে এবং সেনাবাহিনীর পাহারায় স্বচ্ছ উপায়ে সুষ্ঠু নির্বাচন আয়োজন দেখতে চাই।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads