ইন্দুবালায় গাইলেন ইমন চক্রবর্তী

ইমন চক্রবর্তী

সংগৃহীত ছবি

শোবিজ

ইন্দুবালায় গাইলেন ইমন চক্রবর্তী

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ১ নভেম্বর, ২০১৮

ওপার বাংলার পরিচিত সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তী। পশ্চিমবঙ্গে ‘প্রাক্তন’ ছবির ‘তুমি যাকে ভালোবাসো’ গানে কণ্ঠ দিয়ে আলোচিত তিনি। গেল বছরজুড়েই আলোচনার শীর্ষে ছিলেন তিনি।

ইমন চক্রবর্তী এবার কণ্ঠ দিয়েছেন অনন্য মামুন পরিচালিত ‘ইন্দুবালা’ ওয়েব সিরিজের ‘তোকে মিথ্যে হলেও ছুঁই’ গানে। গানটির কথা ও সঙ্গীত পরিচালনা করেছেন দোলন মৈনাক। এমনটাই জানিয়েছেন ওয়েব সিরিজের পরিচালক অনন্য মামুন।

তিনি বলেন, আমি আসলে ওয়েব সিরিজ দিয়ে বাইরে ডিজিটাল মার্কেট ধরার চেষ্টা করছি। তাই ইমনকে দিয়ে এই গানটা করানো। ইনোভেট সলিউশনের প্রযোজনায় অ্যাপস ‘সিনেস্পট’-এ নভেম্বরে মুক্তি পাবে ‘ইন্দুবালা’ ওয়েব সিরিজ।

বাংলাদেশের ওয়েব সিরিজে গান করা প্রসঙ্গে ইমন চক্রবর্তী বলেন, আমি বাংলাদেশে অনেক শো করেছি কিন্তু কখনো ফিল্ম বা কোনো ওয়েব সিরিজে আমার কাজ করা হয়নি, এটাই আমার প্রথম কাজ। আমি ইন্দুবালার গল্পটা শুনেছি, গল্পটা অনেক আধুনিক।

প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, এরই মধ্যে সম্পন্ন হয়েছে ওয়েব সিরিজটির চিত্রায়ণ। এতে অভিনয় করেছেন চিত্রনায়িকা পপি, চিত্রনায়িকা আঁচল, এবিএম সুমন, তারিক আনাম খান, শহীদুজ্জামান সেলিম, ইমতু, মিষ্টি প্রমুখ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads