‘সাম্প্রদায়িক গোষ্ঠীর উপর হামলাকারীদের কঠোর হস্তে দমন করা হবে’

র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ

সংরক্ষিত ছবি

জাতীয়

‘সাম্প্রদায়িক গোষ্ঠীর উপর হামলাকারীদের কঠোর হস্তে দমন করা হবে’

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৮ ডিসেম্বর, ২০১৮

একাদশ জাতীয় সংসদ  নির্বাচনে সাম্প্রদায়িক গোষ্ঠীর উপর হামলাকারীদের কঠোর হস্তে দমন করা হবে। ৩০ ডিসেম্বর সুষ্ঠু ভোট প্রদান নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছেন র‌্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ।

শুক্রবার দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর সিঙ্গিয়া শাহপাড়ায় অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত মটা সাহার বাড়ি পুর্ননির্মাণের চাবি হস্তান্তর শেষে তিনি এ সব কথা বলেন।

তিনি আরো বলেন, নির্বাচন আসলেই সমাজের এক শ্রেণির মানুষ নিরীহ মানুষের উপর হামলা করে। আমরা তাদের শনাক্ত করে আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করবো। দেশ গড়ার ক্ষেত্রে এ দেশের প্রতিটি সম্প্রদায়ের মানুষ কাজ করেছে। এই নির্বাচন সফল করার জন্য আমাদের ব্যাপক প্রস্তুতি রয়েছে। সারাদেশব্যাপী যারা ধর্মীয় সংখ্যালঘু আছে তাদের নিরাপত্তায় আমরা বাড়তি ব্যবস্থা গ্রহণ করেছি।

পরে এক সাম্প্রদায়িক সম্প্রীতি সমাবেশে যোগ দেন। এ সময় বক্তব্য রাখেন- রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য, র‌্যাব-১৩ এর অ্যাডিশনাল ডিআইজি মোজাম্মেল হক, ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড. কামরুজ্জামান সেলিম, পুলিশ সুপার মনিরুজ্জামান, জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অরুনাংশু দত্ত টিটো প্রমুখ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads