চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী, পাওয়ার সেলের ডিজি প্রকৌশলী মোহাম্মদ হোসেন বলেছেন, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ৭২তম জন্মদিন, শুধু জন্মদিন নয়, এদিনটি ঐতিহাসিক দিন। কারণ জাতীকে দেখানো স্বপ্ন যেন বাস্তবায়ন করতে না পারে, সেজন্য বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়েছে। কিন্তু স্বাধীনতা বিরোধীদের সেই স্বপ্ন পূরণ হয়নি। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে কাজ করছে। তার বলিষ্ট নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে।
শুক্রবার সকালে চাঁদপুর পিটিআই হল রুমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২ তম জন্মদিন উপলক্ষে হাজীগঞ্জ পৌর কৃষকলীগ আয়োজিত আলোচনা, র্যালী, মিলাদ ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জি. মোহাম্মদ হোসাইন বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বের কথা আজ আমাদের বলতে হয় না। বিশ্ব নেতৃবৃন্দই প্রধানমন্ত্রীর নেতৃত্ব ও উন্নয়নের কথা বলছেন এবং বিশ্ব নেতৃত্বই জননেত্রীর প্রতি আস্থা রেখেছেন। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ছাড়া অন্য কাউকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় না।
হাজীগঞ্জ-শাহরাস্তি’র এমপি প্রার্থীর বিষয়ে নেতা-কর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, মনোনয়নপত্র পত্রিকার কাছে নেই। দু’জনেই জানেন মনোনয়নপত্র কে পাবেন। তিনি হলেন, এক আল্লাহ এবং পরে জননেত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে যোগ্য প্রার্থী রয়েছে। সবাই নৌকার পক্ষে কাজ করছে। জরিপ হচ্ছে এবং বিভিন্ন সংস্থা কাজ করছে। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোন ভুল করেন না।
সবাই (মনোনয়ন প্রত্যাশী) কাজ করবে, সিদ্ধান্ত দিবেন প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী শেখ হাসিনা উল্লেখ করে ইঞ্জি. মোহাম্মদ হোসেন বলেন, হাজীগঞ্জ-শাহরাস্তিতে কর্মীবান্ধব আওয়ামী লীগ নেতা চাই, যে নেতা-কর্মীদের মনের ভাষা বুঝবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নেতা-কর্মীদের মাঝে ভাই হিসেবে ছিলেন। সুতরাং যে ভাই হতে পারবেনা, সে প্রার্থী নিয়ে আশংকা থেকে যায়। প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী যাকে মনোনয়ন দিবেন, আমরা তার পক্ষে কাজ করবো।
পৌর কৃষকলীগের সভাপতি আবুল কালাম মিয়াজীর সভাপ্রধানে আলীগঞ্জ পিটিআই’র হলরুমে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ হেলাল উদ্দিন মিয়াজী, গর্ন্ধব্যপুর উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী নুরুর রহমান বেলাল, কালচোঁ দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাও. মাইনুদ্দিন, শাহরাস্তি উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক মো. মুকবুল হোসেন, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা মাহবুব আলম চৌধুরী, কেন্দ্রীয় জননেত্রী সৈনিকলীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোস্তফা কামাল, হাজীগঞ্জ পৌর কৃষকলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন খোকা প্রমূখ।
উপজেলা তরুণলীগের সভাপতি আবু বকর সিদ্দিক সোহাগের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বক্তব্যের পূর্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২ তম জন্মবার্ষিকীর কেক কাটেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথি ও দলীয় নেতৃবৃন্দ। বক্তব্য শেষে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা ও বঙ্গবন্ধুসহ সকল শহীদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ইঞ্জি. মোহাম্মদ হোসাইন। এ সময় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ-সহযোগি সংগঠনের কয়েক শতাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আজ প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ৭২তম জন্মদিন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বেগম ফজিলাতুন্নেসা মুজিবের জ্যেষ্ঠ সন্তান শেখ হাসিনা ১৯৪৭ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। বঙ্গবন্ধু কন্যার এবারের জন্মদিন অসহায়, গরিব ও দুঃখী মানুষদের জন্য উৎস্বর্গ করা হয়েছে।