সাহিত্য

‘লেখমালা সম্মাননা’ ঘোষণা করলো ছোটকাগজ লেখমালা

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ৩১ ডিসেম্বর, ২০২০

কবি মামুন মুস্তাফা সম্পাদিত মন ও মননের ছোটকাগজ লেখমালা তৃতীয়বারের মতো ‘লেখমালা সম্মাননা’ ঘোষণা করেছে। এবারে সাহিত্যে এই সম্মাননা পাচ্ছেন নয়ের দশকের কবি মাসুদার রহমান এবং ছোটকাগজ সম্পাদনার জন্যে এই সম্মাননা দেওয়া হচ্ছে সিলেট থেকে প্রকাশিত ‘বুনন’ সম্পাদক খালেদ উদ-দীনকে।

লেখমালা এবারই প্রথম শিক্ষা ক্ষেত্রে অবদানের জন্য ‘গোলাম রসূল স্মৃতি পদক’ প্রবর্তন করতে যাচ্ছে। প্রথমবারের মতো এই পদক পাবেন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষাবিদ হিশাবে সম্মনিত বাগেরহাট সরকারী প্রফুল্লচন্দ্র মহাবিদ্যালয়ের রসায়ন বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক মোজাফফর হোসেন।

উল্লেখ্য ২০১৬ ও ২০১৮ সালে ‘লেখমালা সম্মাননা’ প্রদান করা হয়েছিল। বিগত দুইবার সাহিত্যে সম্মাননা দেওয়া হয় কবি হাফিজ রশিদ খান ও কবি বায়তুল্লাহ্ কাদেরীকে এবং ছোটকাগজ সম্পাদনায় এই সম্মাননা অর্জন করেন ‘চিহ্ন’-সম্পাদক শহীদ ইকবাল ও ‘বেহুলাবাংলা’র সম্পাদক চন্দন চৌধুরী।

২০২০ সালে ‘লেখমালা সম্মাননা’ দেবার কথা থাকলেও বিশ্বব্যাপী করোনা পরিস্থিতির কারণে তা সম্ভব হয়ে ওঠেনি। আশা করা যাচ্ছে, করোনা পরিস্থিতির উন্নতি ঘটলে আগামী ২০২১ সালের মার্চ/এপ্রিলে লেখমালা সম্মাননা প্রদান করা হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads