সম্প্রতি মুক্তি পেয়েছে চিত্রনায়িকা মাহিয়া মাহি অভিনীত ‘অন্ধকার জগৎ’ ছবিটি। এতে মাহির বিপরীতে দেখা যায় ডিএ তায়েবকে। ছবিটি দর্শক টানতে ব্যর্থ হয়েছে। ছবির মূল আকর্ষণ চিত্রনায়িকা মাহিয়া মাহি সার্বিক বিষয়ে নিশ্চুপই আছেন। তবে এরই মাঝে মাহি অভিনয় শেষ করেছেন মাহমুদ হাসান শিকদার পরিচালিত ‘অবতার’ ছবিটির। এখানে ‘রঙিলা বেবি’ শিরোনামে আবেদন ছড়ানো একটি গানে দেখা যাবে ‘ম্যাজিক মামনি’খ্যাত মাহিকে।
এমনিতেই মাহি আইটেম গানে বেশ মানানসই। তার আগের গান ‘ম্যাজিক মামনি’ তুমুল জনপ্রিয়তা পায়। এবারের ‘রঙিলা বেবি’ আইটেম গানটিও দর্শক মাতাবে বলে মনে করছেন অনেকেই।
মাহি এ ছবিতে জে এইচ রুশোর বিপরীতে অভিনয় করেছেন। মাহি বলেন, ‘অবতার’ মুক্তি পেতে যাচ্ছে বলে শুনেছি। এ ছবির গল্পটি খুব ভালো। প্রত্যাশা করা যায় দর্শক হলে টানবে। তিনি আরো বলেন, এই ছবিতে একটি আইটেম গানেও পারফর্ম করেছি আমি। ‘রঙিলা বেবি’ শিরোনামে আবেদন ছড়ানো এই গানটি ‘ম্যাজিক মামনি’ গানের মতো সাড়া পাবে বলে বিশ্বাস তার। ছবির পরিচালক মাহমুদ হাসান শিকদার বলেন, ছবিটি শিগগিরই সেন্সরে জমা পড়বে। এপ্রিলেই মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে এটি।
এ ছবির বাইরে নির্মাতা রবিন খানের ‘মন দেব মন নেব’ নামের ছবিতেও অভিনয় করছেন মাহি। এখানে মাহির নায়ক শিবলী নোমান। আর সাইমন সাদিকের বিপরীতে শুটিং করবেন ‘আনন্দ অশ্রু’ নামের ছবিতে।