মা-বাবার পকেটের টাকা দিয়ে ছাত্রলীগের রাজনীতি করতেন বলে মন্তব্য করেছেন ঢাকা জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ধামরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন।
তিনি আরও বলেন, আমরা ছাত্রলীগ করছে নিজের জন্য নয়, ছাত্রলীগ করেছি দেশ ও জাতিকে রক্ষা করার জন্য। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাত্রলীগের নেতা কর্মীদের সব সময় আগলে রাখতেন। তারই সুযোগ্য কন্যা প্রধান মন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে চলছে ছাত্রলীগ। ছাত্রলীগের সুখে দুঃখে সব সময় পাশে থেকে কাজ করে যাচ্ছে। সেই সাথে দেশ ও দেশের মানুষকে উন্নয়নের শীর্ষে পৌছিয়ে দিতে কাজ করে যাচ্ছেন।
মঙ্গলবার বিকেল ৫টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের বাথুলী বাসস্ট্যান্ডে ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটার সময় প্রধান অতিথি বক্তব্যের তিনি এসব কথা বলেন।
ধামরাই উপজেলার ছাত্রলীগের সাবেক যুগ্ন আহ্বায়ক মো: রবিউল আওয়াল রুবেল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন।
এ সময় আরো উপস্থিত ছিলেন সুতিপাড়া ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি মঞ্জরুল ইসলাম মঞ্জু, সূতিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম রাজা, সূতিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হালিম, সূয়াপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজয় চন্দ্র সাহা, সূতিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বারেক চৌধুরী বিল্টু, সুতিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রান ও সমাজ কল্যাণ সম্পাদক মোঃ সেলিম হোসেন, ধামরাই উপজেলার ছাত্র লীগে সাবেক যুগ্ম আহবায়ক মোঃ নুরুল ইসলামসহ ছাত্রলীগের নেতা নেত্রীরা।





