দীপ্ত টিভিতে আজ রাত ১০টায় প্রচারিত হবে একক নাটক ‘মাহতাব সাহেবের সংসার’। নাটকটির চিত্রনাট্য করেছেন ওয়াহিদুজ্জামান সবুজ। পরিচালনা করেছেন মোস্তফা মনন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন লুৎফুর রহমান জর্জ, রোজী সেলিম, কাজী আসিফ, তানিয়া বৃষ্টি, মোহাম্মদ বারী, মো. আমিরুল ইসলাম প্রমুখ।
গল্পে দেখা যাবে, আবিদ মনে মনে পছন্দ করে পাশের বাসার মেয়ে নোভাকে। কিন্তু মুখে কিছু বলতে পারে না। তার বাবা মাহতাব হোসেন ঘটনাচক্রে বিষয়টি জানতে পারে। নোভাকে ছেলের বউ করে নিয়ে আসার সিদ্ধান্ত নেন। নোভার বাবা হেমায়েত খন্দকারের সঙ্গে মিলে একটি পরিকল্পনা করেন মাহতাব হোসেন। এই পরিকল্পনা বাস্তবায়ন করতে গিয়ে লেগে যায় ঝামেলা।