তার শরীর, প্লাস্টিক সার্জারি, চেহারার মাপ নানা বিষয় নিয়ে ট্রোলিং। অনবরত এমন সমালোচনার শিকার হচ্ছেন বলিউড ও দক্ষিণের চলচ্চিত্রে কাজ করা অভিনেত্রী শ্রুতি হাসান। কিন্তু এসব সমালোচনা বা কটূক্তিতে মোটেই বিচলিত নন কিংবদন্তি অভিনেতা ও রাজনীতিক কমল হাসানের মেয়ে শ্রুতি। বরং সমালোচকদের একহাত নিয়েছেন তিনি।
ইনস্টাগ্রামে দুটি ছবির কোলাজ পোস্ট করে শ্রুতির সপাট জবাব, ‘তিনি মোটেই সমালোচনায় পাত্তা দিতে চান না। কেন তিনি রোগা, কেন তার হাড় দেখা যায়, সেসবের উত্তর দিতে তিনি মোটেই বাধ্য নন। ঠোঁট ও নাকে প্লাস্টিক সার্জারি করা নিয়েও বার বার ট্রোলড হয়েছেন এই নায়িকা।
এই প্রসঙ্গে শ্রুতির সরাসরি জবাব, ‘হ্যাঁ, আমি প্লাস্টিক সার্জারি করিয়েছি। কিন্তু আমি তো তার প্রচার করছি না। শারীরিক পরিবর্তন খুবই কষ্টকর। কিন্তু কাউকেই এভাবে বিচার করা ঠিক নয়।’
পাশাপাশি নায়িকার আবেদন, ‘ভালোবাসা ছড়িয়ে দিন, ভালো থাকুন। আমি রোজ নিজে ভালোবাসা শিখছি। কারণ আমার জীবনের সবচেয়ে বড় প্রেমকাহিনী আমার সঙ্গে। আশা করি আপনারও তাই।’
এর আগে বেশ কয়েকবার শ্রুতির ছবি নিয়ে ট্রোল করা হয়েছে। সেকথা নিজেই শেয়ার করেছিলেন অভিনেত্রী। অনেকেই তার ছবিতে লিখেছিলেন, বুড়ি দেখাচ্ছে তাকে। আরো লেখা হয়, ‘কী রোগা তুমি।’ অনেকে আবার লেখেন, ‘আপনার মুখে কোনো ঔজ্জ্বল্য নেই। আপনাকে অসুস্থ লাগছে।’
শ্রুতি হাসান শুধু বলিউড নয়, তামিল থেকে তেলেগু দাপিয়ে বেড়ানো এক তারকা। অভিনয় ছাড়াও কণ্ঠশিল্পী ও কম্পোজার হিসেবেও সুখ্যাতি রয়েছে শ্রুতির। ভারতে দাপট দেখিয়ে ভিনদেশেও নিজের আলো ছড়িয়েছেন।
আমেরিকান টিভি সিরিজ ট্রেডস্টোনে অভিনয় করেছেন শ্রুতি হাসান। বুরনি ফিল্ম সিরিজের থেকেই এই গল্পের অনুপ্রেরণা। এই সিরিজ তৈরি করেছেন টিম ক্রিং। এ ছাড়া সিরিজটিতে রয়েছেন রামিন বাহারানি, বেন স্মিথ, জেফ্রি উইনার, জাস্টিন লেভি, ব্র্যাডলি থমাস। রামিন বাহারানি এই সিরিজের পরিচালক।
কিছুদিন আগে শ্রুতি হাসান নতুন প্রেম নিয়ে ছিলেন জোর আলোচনায়। দীর্ঘদিন ধরে মাইকেল করসেলের সঙ্গে এ প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছিল। পরে অবম্য তাদের ব্রেকআপ হয়ে যায়। ২০১৬ সালের শেষের দিকে শ্রুতি-মাইকেলের প্রেমের গুঞ্জন শুরু হয়। এরপর প্রায়ই একসঙ্গে দেখা যায় তাদের। বেশ কয়েকবার এ জুটির বিয়ের গুঞ্জনও চাউর হয়।
শ্রুতির জন্ম ও বেড়ে ওঠা অভিনয়ের আঙিনায়। বলিউড বাজিমাত করেছেন নজরকাড়া অভিনয় আর আবেদন দিয়ে। শ্রুতি নিজেকে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন গানের ভুবনে। ছোটবেলা থেকেই নিয়মিত গান করেন তিনি। ষষ্ঠ শ্রেণিতে পড়ার সময় বাবার ছবি ‘থেবার মগন’-এ প্লেব্যাক করে সাড়া ফেলে দেন। তিনি দক্ষিণের সুপারহিট ‘চাচি-৪২০’ ছবিতেও গান গেয়েছেন।
প্রথমে শিশুশিল্পী হিসেবে অভিনয়ে এলেও ২০০৭ সাল থেকে নায়িকা হয়ে পর্দা মাতিয়ে চলেছেন দক্ষিণের এই সুন্দরী। শ্রুতির সৌন্দর্যে মুগ্ধ হয়েছেন বলিউডপ্রেমীরাও। ২০০৯ সালে ‘লাক’ ছবি দিয়ে বি-টাউনে অভিষেক হয় তার।





