জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, জলবায়ুর পরিবর্তনের ঝুঁকি নিরসনে এশিয়া-ইউরোপিয়ান পার্লামেন্টারি পার্টনারশিপ মিটিং (আসেপ) সম্মেলন একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
তিনি বলেন, এশিয়া ও ইউরোপের পার্লামেন্ট সদস্যরা সংসদীয় কূটনীতি চর্চার মাধ্যমে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি নিরসনে অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পেয়েছে এ সম্মেলনের মাধ্যমে। জনগণের ইতিবাচক পরিবর্তন ও জীবন রক্ষার জন্য সকল সংসদ সদস্যকে অবশ্যই জলবায়ু পরিবর্তন হ্রাসে সোচ্চার হতে হবে।
গতকাল শুক্রবার ব্রাসেলসে ইউরোপিয়ান পার্লামেন্টে দশম এশিয়া-ইউরোপিয়ান পার্লামেন্টারি পার্টনারশিপ মিটিং (আসেপ-১০)-এর সমাপনী অনুষ্ঠানে কো-চেয়ার হিসেবে বক্তৃতাকালে স্পিকার এসব কথা বলেন। গতকাল ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
এর আগে তিনি ‘এশিয়া অ্যান্ড ইউরোপ ফেসিং ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ইনক্রিজিং এনভায়রনমেন্টাল চ্যালেঞ্জেস’ শীর্ষক সেশনে কি-নোট স্পিকার হিসেবে বক্তব্য দেন।
স্পিকার বলেন, বৈশ্বিক অর্থনীতিকে উন্নত ও স্থিতিশীল রাখার জন্য জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবগুলোকে বিবেচনায় রেখে নীতি ও কৌশল নির্ধারণ করতে হবে। জলবায়ু পরিবর্তনের কারণে খাদ্যশস্য, প্রাণী ও মৎস্য সম্পদ খাতগুলোয় ব্যাপক ক্ষতি সাধিত হচ্ছে। এ ছাড়া বন্যা, সাইক্লোন ও অতিরিক্ত লবণাক্ততা ভূমিকে অনুর্বর করছে, যা খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বাধা সৃষ্টি করছে।
সমাপনী অনুষ্ঠানে এশিয়ান পার্লামেন্টারি অ্যাসেম্বলির চেয়ারম্যান টরনারিটিস নিকোস, রাশিয়ান ফেডারেশনের ফরেন অ্যাফেয়ার্সের ডেপুটি চেয়ারম্যান আন্দ্রে ক্লিমভ, ইউরোপিয়ান পার্লামেন্টের ভাইস প্রেসিডেন্ট হেইদি হাওতালা প্রমুখ উপস্থিত ছিলেন। বাসস