”পুলিশের সঙ্গে কাজ করি ,মাদক-জঙ্গী- সন্ত্রাসমুক্ত দেশ গড়ি” এই শ্লোগানকে সামনে রেখে গাজীপুর-১ আসনের সংসদ সদস্য আলহাজ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এ্যাডভোকেট আ.ক.ম মোজাম্মেল হক বলেছেন, আমাদের দেশের পুলিশ বাহিনী যত সফলতার সাথে ধর্মীয় জঙ্গিদের নিয়ন্ত্রণ করতে পেরেছে পৃথিবীর অন্যান্য দেশ পারে নাই। সন্ত্রাস দমনে আমাদের পুলিশ বাহিনী সম্পূর্ণ সফল।
গতকাল শনিবার সন্ধায় গাজীপুর জেলা কমিউনিটি পুলিশের উদ্যোগে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাস টার্মিনালে ‘কমিউনিটি পুলিশিং ডে-২০১৯’ উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, আমাদের পুলিশ বাহিনী এখন সম্পূর্ণভাবে জনগণের বন্ধু হয়ে, তাদের কাজ করতে পারছেন। আমাদের পুলিশ বাহিনী আরও সক্রিয় হবেন, সচেতন হবেন এবং সকলের সহযোগীতায়, কমিউনিটি পুলিশের সহযোগিতায় এবং যারা আইনশৃঙ্খলা রক্ষায় যারা নিয়োজিত আছেন তাদের সকলের সহযোগিতায় কালিয়াকৈর উপজেলাকে যাতে অচিরেই মাদকমুক্ত, দূর্ণীতিমুক্ত ও সন্ত্রাসমুক্ত উপজেলা হিসেবে গড়ে তুলতে পারি।
গাজীপুর জেলা পুলিশ সুপার ও গাজীপুর জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির প্রধান উপদেষ্টা শামসুন্নাহার পিপিএম এর সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, গাজীপুর জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, গোলাম আব্দুুস সবুর কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী হাফিজুল আমীন, মেয়র মজিবুর রহমান, কালিয়াকৈর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ, কমিউনিটি পুলিশিং কালিয়াকৈর উপজেলা শাখার সভাপতি মো: আকবর হোসেন, সাধারণ সম্পাদক মো: সাইফুজ্জামান সেতু, কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুরাদ কবীর বীর মুক্তিযুদ্ধা ডা. সাহাবুদ্দিন আহসান ও পৌর আওয়ামীলীগের আহবায়ক আব্দুল ওয়াহাব , পৌর আওয়ামীলীগের আহবায়ক এড.বেলায়েত হোসেন চৈৗধুরী, পৌর আওয়ামীলীগের আহবায়ক মোঃ রফিকুল ইসলাম তুষার ,গাজীপুর জেলা যুগ্ম আহবায়ক মোশারফ সিকদার,প্রচার সম্পাদক সিকদার জহিরুল ইসলাম জয়,স্বপন সরকার সহ আরো অনেকে।
এর আগে কমিউনিটি পুলিশিং ডে-২০১৯ ইং উপলেক্ষ্য এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি কালিয়াকৈর উপজেলা বাস টার্মিনাল থেকে আরম্ভ হয় কালিয়াকৈর বাজারসহ বিভিন্ন স্থান ঘুরে পুনরায় একই জায়গায় এসে শেষ হয়। অনুষ্ঠানের সার্বিক সমন্বয় করেন কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ মো: আলমগীর হোসেন মজুমদার।