‘গায়েবি’ মামলা নিয়ে রিটের আদেশ রোববার

হাইকোর্ট

সংরক্ষিত ছবি

আইন-আদালত

‘গায়েবি’ মামলা নিয়ে রিটের আদেশ রোববার

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২৩ নভেম্বর, ২০১৮

সারা দেশে বিএনপিসহ বিরোধীদলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা ‘গায়েবি’ মামলার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের আদেশ দেওয়া হবে আগামী রোববার। ওইদিন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের যুক্তি শুনে এ আদেশ দেবেন হাইকোর্ট। গতকাল বৃহস্পতিবার এ রিটের ওপর শুনানি শেষে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের একক বেঞ্চ আদেশের এ দিন ধার্য করেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। সরকারপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক। জ্যেষ্ঠ আইনজীবীসহ সারা দেশে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে করা ‘গায়েবি’ মামলার রিটে গত ৯ অক্টোবর বিভক্ত আদেশ দেন হাইকোর্ট। ওইদিন বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী এ বিষয়ে অন্তর্বর্তীকালীন আদেশসহ রুল জারি করেন। অপর বিচারপতি মো. আশরাফুল কামাল রিট খারিজ করে আদেশ দেন। এই বিভক্ত আদেশের পরিপ্রেক্ষিতে বিষয়টি প্রধান বিচারপতির কাছে গেলে তিনি তৃতীয় এই একক বেঞ্চ গঠন করে দেন।

গত ১ সেপ্টেম্বর থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন থানায় বিএনপিসহ বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের বিরুদ্ধে ৩ হাজার ৭৩৬টি মামলা দায়ের করে আইনশৃঙ্খলা বাহিনী। মামলাগুলোয় ৩ লাখ ১৩ হাজার ১৩০ জনকে আসামি করা হয়।

মামলাগুলোকে ‘গায়েবি ও কাল্পনিক’ দাবি করে তদন্তে উচ্চ পর্যায়ের কমিশন গঠনের নির্দেশ চেয়ে গত ২৩ সেপ্টেম্বর হাইকোর্টে রিট করেন বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, আইনজীবী নিতাই রায় চৌধুরী ও সানাউল্লাহ মিয়া। রিট আবেদনকারী তিনজনই বিএনপির কেন্দ্রীয় নেতা।

রিটে আওয়ামী লীগ ব্যতীত অন্যান্য রাজনৈতিক দলের অগণিত নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশি ক্ষমতা অপব্যবহার করে গায়েবি মামলা দায়ের করা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে রুল জারির আবেদন জানানো হয়। এ ছাড়া সেপ্টেম্বর মাসে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত সংবাদ অনুসারে আবেদনকারী এবং বিভিন্ন রাজনৈতিক দলের অগণিত মানুষের বিরুদ্ধে ‘কাল্পনিক’ মামলা করা কেন অবৈধ ঘোষণা করা হবে না, ‘কাল্পনিক’ মামলা দায়েরকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিবাদীদের কেন নির্দেশ দেওয়া হবে না মর্মে রুল জারির আর্জি জানানো হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads