‘খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে’

বিএসএমএমইউতে চিকিৎসাধীন খালেদা জিয়াকে সোমবার কেবিন থেকে শারীরিক পরীক্ষা করতে নেওয়া হচ্ছে

সংগৃহীত ছবি

জাতীয়

‘খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে’

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২৯ অক্টোবর, ২০১৮

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছেন বিএসএমএমইউর পরিচালক (হাসপাতাল) ব্রিগ্রেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আল হারুন। আজ সোমবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এমন তথ্য জানান।

আব্দুল্লাহ আল হারুন জানান, খালেদা জিয়ার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী নিয়মিত তার স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। এরই অংশ হিসেবে সোমবার  দুপুরে খালেদা জিয়ার ‘লেফট হিপ জয়েন্টে’র সিটি স্ক্যান ও মেরুদণ্ডের এক্স-রে করানো হয়েছে।

তিনি বলেন, ‘উনার (খালেদা জিয়া) যা যা চিকিৎসা দরকার, আমরা প্রতিদিন ফলোআপ করছি। চিকিৎসা দিচ্ছি। উনার জন্য যা যা চিকিৎসা প্রয়োজন আমরা দিয়ে যাচ্ছি। আগের চাইতে কিছুটা উন্নতি হয়েছে।’

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার রায় তাকে জানানো হয়েছে কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আব্দুল্লাহ আল হারুন বলেন, চিকিৎসার বাইরে আমি কিছু জানি না। খালেদা জিয়া টেলিভিশন দেখার বা সংবাদপত্র পড়ার সুযোগ পাচ্ছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, জেলকোড যেসব সুবিধা পাওয়ার কথা সেসব সুবিধা পাচ্ছেন।

এর আগে, গত ২৪ অক্টোবর খালেদা জিয়ার আরেকটি সিটিস্ক্যান করা হয়। ওইদিন তার বুকে সিটিস্ক্যান করানো হয়েছিল।

উন্নত চিকিৎসার জন্য গত ৬ অক্টোবর রাজধানীর পুরাতন কেন্দ্রীয় কারাগার থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) ভর্তি করা হয় খালেদা জিয়াকে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads