আনন্দ বিনোদন

‘কতদূর’ প্রকাশ করল অ্যাডভার্ব

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ৫ মার্চ, ২০১৯

কতদূর যেতে চাও বল কতটা সীমানা পেরিয়ে— এমনি প্রশ্ন করা হচ্ছিল ব্যান্ড অ্যাডভার্বকে। কারণ গত শুক্রবার বিকালে প্রকাশ পায় অ্যাডভার্ব ব্যান্ডের ‘পূর্বাপর’ অ্যালবামের প্রথম গান ‘কতদূর’। ইউটিউবে প্রকাশ করা গানটির মিউজিক ভিডিওতে দেখতে পাওয়া যায় প্রেমের এক অদ্ভুত অনুভূতি।

শুধু একটা গান মিউজিক ভিডিওসহকারে রিলিজ করার কারণ জানতে চাইলে ড্রামার সোহাগ বলেন, এখন তো কেউ অ্যালবাম কিনতে চায় না। সবাই নেট থেকে ডাউনলোড করে বা মোবাইল টু মোবাইল শেয়ার করে ফেলে। তাই আমরা সরাসরি সর্বসাধারণের জন্য আমাদের গান মুক্ত করে দিয়েছি।

সামনে কি এভাবেই গান মুক্তি পাবে? জানতে চাইলে তিনি বলেন, হ্যাঁ, আমাদের প্ল্যান হচ্ছে এই বছরে ছয় থেকে সাতটা গান মিউজিক ভিডিওসহ রিলিজ দেওয়া।

আপনাদের আর অন্য রক ব্যান্ডের মধ্যে ভিন্নতা কী? এ প্রশ্নের জবাবে সোহাগ বলেন, অন্য ব্যান্ড কী করছে তা বলতে পারব না, তবে আমাদের শক্তিশালী দিক হচ্ছে লিরিক। যখন কোনো লিরিক তাল আর সুর পায় তা তখন তা অনন্য হয়ে ওঠে। তাই আমরা রক ব্যান্ড হিসেবে চেষ্টা করব শ্রোতাদের গানের মাধ্যমে আনন্দ দিতে।

অ্যাডভার্ব ব্যান্ডের লাইনাপে আছে ভোকাল প্রান্ত, লিড গিটারে লিংকন এবং রেক্স, ড্রামে সোহাগ, বেস গিটারে তুহিন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads