আজ শনিবার ৮ ডিসেম্বর মাদারীপুরের কালকিনি মুক্ত দিবস পালন করা হয়েছে। ১৯৭১ সালের এই দিনে পাক হানাদার বাহিনীর হাত থেকে কালকিনিকে মুক্ত করা হয়। এ উপলক্ষে কালকিনি উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা পরিষদের উদ্যোগে শোভাযাত্রা, আলোচনা সভার আয়োজন করা হয়।
শনিবার সকালে কালকিনি অফিসার্স ক্লাবে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি তাহমিনা সিদ্দিকি। আরও উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাহমুদুল হাসান দোদুল, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী নাসরিন, সাবেক কমান্ডার আ. জলিল আকন,ডেপুটি কমান্ডার আব্দুল মালেক হাওলাদার প্রমূখ।