৭ দফা দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) মানববন্ধন, স্মারকলিপি প্রদান ও বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা। আজ সোমবার বেলা ১২টায় বিশ্ববিদ্যালয় শহীদ মিনার চত্বরে শতাধিক শিক্ষার্থী এ মানবন্ধনে অংশ নেয়।
মানববন্ধন শেষে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাসের বিজ্ঞান ভবন ও কলা ভবন এলাকা প্রদক্ষিণ করে ভাস্কর্য চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হন।
সমাবেশে বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকেই শিক্ষার্থীরা নানা সংকটে জর্জরিত। এখন শিক্ষার্থীরা তাদের ন্যায্য অধিকার আদায়ে সোচ্চার হয়েছে। এরই ধারাবাহিকতায় শিক্ষার্থীরা প্রশাসনের কাছে তাদের যে ৭ দফা দাবি তুলে ধরেছে তা অনতিবিলম্বে সিন্ডিকেট সভা ডেকে দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে। এরপর শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করে।
শিক্ষার্থীদের দাবিগুলো হলো- আগামী এক সপ্তাহের মধ্যে ক্যান্টিনের ভর্তুকি বাড়িয়ে খাবারের দাম কমানো ও মান উন্নয়ন করা, এক মাসের মধ্যে বাসের ডাবল শিফট চালু, আগামী চার মাসের মধ্যে জকসু নির্বাচন দিতে হবে, আগামী দুই মাসের মধ্যে ছাত্রী হলের কাজ শেষ করতে হবে, শিক্ষক নিয়োগে জগন্নাথ বিশ^বিদ্যালয় থেকে ৭০% নিয়োগ দিতে হবে এবং আবেদনের ক্ষেত্রে সিজিপিএ শর্ত শিথিল করতে হবে এবং স্বচ্ছ নিয়োগ পরীক্ষার মাধ্যমে যোগ্যদের নিয়োগ দিতে হবে, জবির দ্বিতীয় ক্যাম্পাসের কাজ অবিলম্বে শুরু করতে হবে এবং গবেষণা খাতে শর্ত কমিয়ে বাজেট বাড়াতে হবে।





