রাজধানীর উত্তরায় উত্তরা হাই কেয়ার জেনারেল হসপিটালের বিরুদ্ধে রোগীর সাথে প্রতারণার অভিযোগ উঠেছে। রোগীর স্বজনদের অভিযোগ ৭৫ টাকার ইনজেকশনের জন্য চাওয়া হয়েছে তাদের কাছে ৩ হাজার টাকা।
গতকাল শনিবার সন্ধ্যা থেকে নয়টা পর্যন্ত এ নিয়ে বাক বিতণ্ডের এ ঘটনা ঘটে।
রোগীর স্বজন আব্দুর রাজ্জাক বলেন, শনিবার সন্ধ্যায় হাঁড়ের ব্যথা জন্য আমার শাশুড়ি কোহিনুর বেগমকে ডাঃ মাহমুদ খানকে দেখানোর জন্য উত্তরার হাই কেয়ার জেনারেল হসপিটালে নিয়ে আসি। ডাক্তার তাকে দেখে সাদা কাগজে ট্রাইলন (৪০এমজি) নামের দুটো ইনজেকশন লিখে দেয়। নার্সদের মাধ্যমে বলা হয় ৩ হাজার টাকা লাগবে। রোগীর স্বজনরা ইনজেকশন দুটি নিজেরাই কিনতে চাইলে চটে যান নার্সরা। এক পর্যায়ে স্বজনরাই ইনজেকশন দুটি ফার্মেসি থেকে কিনে আনেন ৭৫ টাকা করে ১৫০ টাকায়। বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানালে উত্তেজিত হয়ে উঠে তারা। রোগীর স্বজনদের ফোনে সাংবাদিকরা ঘটনাস্থলে এসে বিষয়টির কারন জানতে চাইলে হাসপাতাল কর্তৃপক্ষ ডাঃ মাহমুদ খানকে ঢেকে আনে। ডাঃ মাহমুদ ৩০০০ হাজার টাকার নেওয়ার ভিন্ন ভিন্ন কারন দেখায়।
এ বিষয়ে তিনি বলেন, এটি একটি ক্রিটিক্যাল ব্যাপার। আমি এই ইনজেকশন পুশ করতে ১৫শ করে নেই। আমার সিনিয়ররা এর চেয়ে আরো বেশি চার্জ নেয়।
এসময় উত্তরার নাম সর্বস্ব মিডিয়া ক্লাবের সাধারন সম্পাদক ও হাই কেয়ারের হসপিটালের পার্টনার পরিচয় দানকারী মাহমুদ সাংবাদিকদের সাথে অসদাচরণ করে এবং সংবাদ প্রকাশ করতে নিষেধ করে।
এবিষয়ে হাই-কেয়ার জেনারেল হসপিটাল লিঃ এর ম্যানেজার মীর ওমর ফারুক বলেন, আসলে বিষয়টি নিয়ে ভুল বুঝাবুঝি হয়েছে।
তিনি জানান, আমাদের কাছে এই ধরনের কোনো লিখিত চার্ট নেই। চিকিৎসকরা কার কাছ থেকে কত টাকা পুশিং চার্জ নিবেন। তা তারাই ঠিক করে নেন।