সারা দেশ

৭৫ এর কালো রাতে প্রথম হত্যার শিকার হন শেখ কামাল : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

  • সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ৫ অগাস্ট, ২০২১

বাংলাদেশের কলঙ্কজনক অধ্যায় ৭৫ এর ১৫ই আগষ্ট কালো রাতে যখন খুনিরা বঙ্গবন্ধুর ৩২ নাম্বার বাড়ী আক্রমন করে তখন সর্বপ্রথম শেখ কামাল তাদেরকে বাধাঁদেন এবং প্রতিহত করার চেষ্ঠা করেন, প্রতিরোধ করেন এবং সর্বপ্রথম হত্যার শিকার হন শেখ কামাল।

আজ বৃহস্পতিবার (৫ আগস্ট) সকালে শহীদ ক্যাপটেন শেখ কামাল এর ৭২তম জন্মদিন উপলক্ষে তার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসান এমপি।

সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি আরো বলেন, শেখ কামাল সংস্কৃতি ও ক্রীড়ানুরাগি ছিলেন। সংস্কৃতি ও ক্রীড়াঙ্গনে তার অবদান বাঙ্গালী জাতিকে স্বীকার করতে হবে। আধুনিক বাংলা গানের প্রবর্তক শেখ কামাল, শেখ কামাল ঢাকা থিয়েটারের প্রতিষ্ঠাতা। বাংলাদেশের সবচাইতে প্রবীণ ক্রীড়া সংগঠন আবহানি ক্রীড়াচক্র এর প্রতিষ্ঠাতা শেখ কামাল।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশার সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান শাহাজাদা, বীর মুক্তিযোদ্ধা এম এ লথিপ, সাধারন সম্পাদক উপাধ্যাক্ষ হারুন উর রশিদ, পৌর আওয়ামী লীগের সভাপতি উপাধ্যাক্ষ মিজানুর রহমানপ্রমুখ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads