অর্থনীতি

৬.৫ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য চীনের

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ৫ মার্চ, ২০১৮

চলতি বছর প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যমাত্রা অপরিবর্তিত রেখেছে চীন। এবারো দেশটির লক্ষ্য ২০১৭ সালের মতো ৬ দশমিক ৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জন। সেই সঙ্গে আর্থিক খাতে ঝুঁকি কমাতে প্রচারাভিযানও সমানতালে এগিয়ে নিচ্ছে চীন। গতকাল সোমবার এসব কথা জানিয়েছেন প্রিমিয়ার লি কেকিয়াং।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, গত বছর সাড়ে ৬ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য থাকলেও হয়েছে ৬ দশমিক ৯ শতাংশ। এখন বিপুল করপোরেট ঋণে জর্জরিত চীন সরকার। পাশাপাশি তাদের মোকাবেলা করতে হচ্ছে দূষণ ও আবাসন খাতের জটিলতা নিয়ে। এ অবস্থায় ঋণঝুঁকি কমাতে ও অর্থনীতিতে প্রবৃদ্ধির ইতিবাচক ধারা বজায় রাখতে বিশেষ মনোযোগী বেইজিং। বার্ষিক কর্ম প্রতিবেদনে লি জানান, ২০১২ সালের পর এবারই চীন প্রথমবারের মতো বাজেট ঘাটতির লক্ষ্য কমিয়েছে। অস্ট্রেলিয়া অ্যান্ড নিউজিল্যান্ড ব্যাংকিং গ্রুপের (এএনজেড) জ্যেষ্ঠ অর্থনীতিবিদ বেট্টি ওয়াং বলেন, সরকার তাদের সংস্কার কর্মসূচিতে গুরুত্ব দিচ্ছে বেশি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads