৫ মাসেই চাকরি ছাড়লেন টাইগারদের বোলিং কোচ ল্যাঙ্গেভেল্ট

ফাইল ছবি

ক্রিকেট

৫ মাসেই চাকরি ছাড়লেন টাইগারদের বোলিং কোচ ল্যাঙ্গেভেল্ট

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৮ ডিসেম্বর, ২০১৯

বাংলাদেশ দলের পেস বোলিং কোচ হিসেবে দায়িত্ব নেয়ার পাঁচ মাসও হয়নি চার্ল ল্যাঙ্গেভেল্টের। তার আগেই বিসিবির চাকরি ছাড়লেন এ দক্ষিণ আফ্রিকান কোচ।

নিজ দেশের ক্রিকেট বোর্ডের সাথে কাজের সুযোগ পাওয়ার কথা জানিয়ে ল্যাঙ্গেভেল্ট চাকরি ছাড়ার আবেদন জমা দিলে তা গ্রহণ করেছে বিসিবি। 

কোর্টনি ওয়ালশের স্থলাভিষিক্ত হওয়া ল্যাঙ্গেভেল্ট গত ২৭ জুলাই টাইগারদের পেস বোলিং কোচের দায়িত্ব নেন। বিসিবির সাথে তার চুক্তিটা ছিল দুই বছরের।

ল্যাঙ্গেভেল্টের চাকরি ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন কমিটির প্রধান আকরাম খান।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads