৫৩ দিন পর বড়পুকুরিয়ায় বিদ্যুৎ উৎপাদন শুরু

বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র

সংরক্ষিত ছবি

বিদ্যুৎ ও জ্বালানি

৫৩ দিন পর বড়পুকুরিয়ায় বিদ্যুৎ উৎপাদন শুরু

  • দিনাজপুর প্রতিনিধি
  • প্রকাশিত ১৪ সেপ্টেম্বর, ২০১৮

দীর্ঘ ৫৩ দিন বন্ধ থাকার পর দিনাজপুরের বড়পুকুরিয়ার তাপবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন শুরু হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ২৭ মিনিট থেকে শুরু হয় এ উৎপাদন।

বড়পুকুরিয়া কয়লাখনি থেকে কয়লা পাওয়ার পর একটি ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। কয়লার অভাবে ৫৩ দিন বন্ধ থাকার পর শুক্রবার উৎপাদন শুরু হয়।

৫২৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎকেন্দ্রের তিনটি ইউনিট চালু রাখতে দৈনিক ৫ হাজার ২০০ মেট্রিক টন কয়লা প্রয়োজন। চলতি বছরের জুলাই মাসে বড়পুকুরিয়া কয়লা খনি কর্তৃপক্ষ বিদ্যুৎ কেন্দ্রে দিনে ৬০০ থেকে ৭০০ টন কয়লা সরবরাহ করে। এতে প্রথম, দ্বিতীয় ইউনিটটি বন্ধ হয়ে যায়। পরেরদিন বন্ধ হয়ে যায় তৃতীয় ইউনিট।

তখন বড়পুকুরয়িা কোল মাইনিং কোম্পানি মহাব্যবস্থাপক এবএিম কামরুজ্জামান জানিয়েছিলেন, সেপ্টেম্বর মাস থেকে নতুন ফেইজ থেকে কয়লা উত্তোলন শুরু হবে। কয়লা উত্তোলন শুরু হলেই কয়লার এ সংকট কেটে যাবে।
উল্লেখ্য, ১৯ জুন বন্ধ হয়ে যাওয়ার পর এবং খনি থেকে এক লাখ ৪৪ হাজার টন কয়লা উধাও হয়ে যাওয়ায় সংকটে পড়ে বড়পুকুরিয়া বিদ্যুৎ কেন্দ্রটি। ফলে কয়লার অভাবে গত ২২ জুলাই বন্ধ হয়ে যায় বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads