ঢাকার দুই সিটিতে ৫০ শতাংশ ভোট পড়তে পারে বলে মনে করছেন করছেন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ।
আজ বৃহস্পতিবার বিকালে ভোট শেষে ইসির মিডিয়া সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এমন মন্তব্য করেন।
ইসি সচিব বলেন, ‘আমরা ধারণা করছি, ৫০ শতাংশ ভোট পড়তে পারে। মেয়র পদে উপ-নির্বাচন এবং মেয়াদ এক বছর হওয়ার কারণে ভোটারদের আগ্রহ কম। তবে যেসব ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচন হয়েছে, সেখানে ভোটার উপস্থিতি ভালো।’
তিনি বলেন, ‘শান্তিপূর্ণভাবে ভোট সম্পন্ন হয়েছে। কোথায় কোনো সমস্যা হয়নি।’
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র পদে উপ নির্বাচনের পাশাপাশি ঢাকার দুই সিটির ১৮টি করে মোট ৩৬টি নতুন ওয়ার্ডে কাউন্সিলর পদে ভোট গ্রহণ হয়েছে বৃহস্পতিবার। এর পাশাপাশি ঢাকা উত্তরের ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে হয়েছে উপ নির্বাচন।
দুই সিটি মিলিয়ে ১ হাজার ৭০০ এর বেশি কেন্দ্রে এই নির্বাচনে ভোটার ছিলেন ৪০ লাখের মত। তবে ভোটারদের উপস্থিতি ছিল একেবারেই কম। নির্বাচনী কর্মকর্তা, পোলিং এজেন্ট আর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোটামুটি অলস সময় কাটাতে দেখা গেছে।