কয়েকদিনের টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে যমুনা নদীর পানি বেড়ে বিপদসীমার ৮১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে জামালপুরে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে ৩০ হাজারের বেশি মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।
জামালপুর পাউবো’র নির্বাহী প্রকৌশলী নব কুমার চৌধুরী জানান, বাহাদুরাবাদঘাট পয়েন্টে আজ রবিবার দুপুর পর্যন্ত ২৪ ঘন্টায় পানি অনেক বেড়েছে। ইসলামপুর ও দেওয়ানগঞ্জের নিম্নাঞ্চল তলিয়ে গেছে।
জামালপুর-২ আসনের এমপি আলহাজ ফরিদুল হক খান দুলাল জানান, পানি বৃদ্ধির কারণে চিনাডুলী ইউপির গিলাবাড়ী-বামনা সড়কের বাদশা মেম্বারের বাড়ি সংলগ্ন ভেঙে ১০ গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ফসলি জমি, স্কুল-মাদরাসা তলিয়ে গেছে।
জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা নায়েব আলী জানান, ইসলামপুর এবং দেওয়ানগঞ্জের পানিবন্দী মানুষের মাঝে ২০ মেট্রিক টন চাল, ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা। বাকি পাঁচ উপজেলায় ১০ মেট্রিক টন চাল, ২০ হাজার করে টাকা আর্থিক সহায়তা দেয়া হয়েছে। এছাড়া দুই হাজার প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে।