২৬তম বৃহৎ অর্থনীতির দেশ হবে বাংলাদেশ

হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশনের (এইচএসবিসি)

সংরক্ষিত ছবি

অর্থ ও বাণিজ্য

এইচএসবিসির পূর্বাভাস

২৬তম বৃহৎ অর্থনীতির দেশ হবে বাংলাদেশ

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ৪ অক্টোবর, ২০১৮

আসছে এক যুগের মধ্যেই অর্থনীতির আকারের দিক থেকে বিশ্বের অনেক দেশকে পেছনে ফেলবে বাংলাদেশ। এই সময়ের মধ্যে বাংলাদেশ মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ভিত্তিতে ২৬তম বৃহৎ অর্থনীতির দেশ হিসেবে বিশ্ব দরবারে নিজেদের হাজির করতে সক্ষম হবে। হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশনের (এইচএসবিসি) গ্লোবাল রিসার্চ সম্প্রতি তেমনই পূর্বাভাস দিয়েছে।

গবেষণা সংস্থাটি ‘২০৩০ সালের বিশ্ব’ শীর্ষক ওই দীর্ঘমেয়াদি পূর্বাভাসে জানিয়েছে, ওই সময় নাগাদ অর্থনীতির আকারে বড় দেশগুলোর তালিকায় বাংলাদেশের বিশেষ উন্নয়ন হবে। দেশটি তালিকার বর্তমান ৪২তম অবস্থান থেকে নিজেকে ২৬তম অবস্থানে নিয়ে যেতে সক্ষম হবে।

বিশ্বের ৭৫টি দেশের অর্থনীতির আকার নিয়ে করা ওই পূর্বাভাসে বলা হয়েছে, স্বল্প সময়ের মধ্যে বড় রকমের উন্নয়নে ভারত, পাকিস্তান, পিলিপাইন ও ভিয়েতনামের মতো বাংলাদেশও দারুণ সফলতা দেখাবে। এইচএসবিসি আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) মতোই বলেছে, ২০৩০ সালে ইউরোপের দেশ অস্ট্রিয়ায় বর্তমান অবস্থান দখল করবে এশিয়ার উন্নয়নশীল দেশটি।

প্রতিবেদনে বলা হয়েছে, অর্থনৈতিক উন্নয়নে দুর্দান্ত গতিশীলতার কারণেই আলোচ্য সময়ের মধ্যে ফিলিপাইন, মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত, পাকিস্তান, অস্ট্রিয়া, নাইজেরিয়া, আয়ারল্যান্ড, ইসরাইল, কলম্বিয়া, হংকং, তাইওয়ান, দক্ষিণ আফ্রিকা, ডেনমার্ক, সিঙ্গাপুর ও ফিনল্যান্ডের জিডিপির চাইতে বড় হবে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের আকার।

এদিকে আলোচ্য এই সময়ের মধ্যে চীন বিশ্ব অর্থনীতির সবচেয়ে বড় অংশীদার হবে বলে জানানো হয়েছে ওই পূর্বাভাসে। সেই সময়ের মধ্যে দেশটি যুক্তরাষ্ট্রকে হটিয়ে সবচেয়ে বড় অর্থনীতির দেশ হিসেবে নিজের অবস্থান পোক্ত করবে। আর বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারত হবে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads