২০২২ সালের শুরুতেই উৎপাদনে যাবে বরগুনা তাপবিদ্যুৎ কেন্দ্র

বরগুনা তাপবিদ্যুৎ কেন্দ্র

সংগৃহীত ছবি

বিদ্যুৎ ও জ্বালানি

২২ শতাংশ কার্য সম্পন্ন

২০২২ সালের শুরুতেই উৎপাদনে যাবে বরগুনা তাপবিদ্যুৎ কেন্দ্র

  • বরগুনা প্রতিনিধি
  • প্রকাশিত ১৬ অক্টোবর, ২০১৮

বরগুনা জেলার তালতলীতে আইসোটেকের ‘বরিশাল ইলেকট্রিক পাওয়ার কোম্পানি লিমিটেড’ নামে কয়লাভিত্তিক ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের কাজ ইতোমধ্যে ২২ শতাংশ সম্পন্ন হয়েছে। ২০২২ সালের শুরু থেকেই কোম্পানিটি বিদ্যুত উৎপাদনে যাবে। ‘বরিশাল ইলেকট্রিক পাওয়ার কোম্পানি লিমিটেড’ নামের আইসোটেকের এই প্রকল্পটির ব্যাপারে চলতি বছরের ১২ এপ্রিল বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও বাংলাদেশ সরকারের সঙ্গে বিদ্যুৎ ক্রয় সংক্রান্ত চুক্তি হয়। চীনের ‘পাওয়ার চায়না রিসোর্স লিমিটেড’ এটির যৌথ অংশীদার।

আইসোটেক গ্রুপের মিডিয়া এডভাইজার ফিরোজ আহমেদ চৌধুরী জানিয়েছেন, এই প্রকল্পে ব্যয় ধরা হয়েছে সাড়ে চার হাজার কোটি টাকা। পরিবেশের স্বাভাবিকতা রক্ষায় ব্যবস্থা নিয়ে, আন্তর্জাতিক মান অনুযায়ী মোট ৩০০ একর জমির উপর নির্মিতব্য এই প্ল্যান্ট থেকে চুক্তি অনুযায়ী সরকারকে ২৫ বছর বিদ্যুৎ সরবরাহ করা হবে। প্রতি ইউনিট বিদ্যুতের দাম ধরা হয়েছে ৬.৭৭ টাকা। তবে কয়লার দামের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতি ইউনিট বিদ্যুতের সর্বনি¤œ দাম পড়বে ৪ টাকা। ওই এলাকায় শুধু বিদ্যুৎ প্ল্যান্ট নয়, সেখানে কর্মরতদের ও স্থানীয়দের জন্য ৫০ শয্যার হাসপাতাল হবে। স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা ও মন্দির করা হবে। প্রকল্প এলাকার অধিবাসীদের দেওয়া হচ্ছে ক্ষতিপূরণ। এই বিদ্যুৎ কেন্দ্রটিতে সাড়ে তিন হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

আইসোটেক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. মঈনুল আলম জানিয়েছেন, ‘ডিজিটাল বাংলাদেশ নির্মাণ এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের জন্য বিদ্যুৎ একটি প্রধান উপাদান। পরিবেশের যাতে কোনো ক্ষতি না হয় সেদিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হচ্ছে। বৈদেশিক অর্থায়নে নির্মিত হওয়ায় নিয়ম নীতির ব্যত্যয় ঘটানোর সুযোগ নেই। প্রকল্পটি বাংলাদেশ সরকারের অগ্রাধিকারভিত্তিক প্রকল্পের অংশ হিসেবে নির্মিত হচ্ছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads