২০১৯ সালের হজ চুক্তি ১৩ ডিসেম্বর

ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান

সংরক্ষিত ছবি

জাতীয়

২০১৯ সালের হজ চুক্তি ১৩ ডিসেম্বর

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ৬ ডিসেম্বর, ২০১৮

ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধিদল যাচ্ছে সৌদি আরবে। আগামী বছরের (২০১৯) হজ চুক্তির জন্য প্রতিনিধি দলটি ১১ ডিসেম্বর রওনা হবে। ১৩ ডিসেম্বর সৌদি আরবের জেদ্দায় এ চুক্তি সম্পন্ন করা হবে।

ধর্ম সচিব আনিছুর রহমান জানান, ২০১৯ সালের হজ পালনের জন্য চুক্তি এবার এক মাস আগে হচ্ছে। আগামী ১৩ ডিসেম্বর রিয়াদ অথবা জেদ্দায় এ চুক্তি হবে। তিনি বলেন, ২০১৯ সালের হজ নীতিমালা প্রায় চূড়ান্ত। জানুয়ারিতে এ নীতিমালা অনুমোদনের জন্য মন্ত্রিপরিষদ বৈঠকে উপস্থাপন করা হবে।

পাঁচ সদস্যের প্রতিনিধিদলের অন্য সদস্যরা হচ্ছেন, মন্ত্রণালয়ের সচিব মো. আনিছুর রহমান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মিজানুর রহমান, ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (হজ) এবিএম আমিন উল্লাহ নূরী, ধর্মমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা মো. আবু সায়িদ ও হজ এজেন্সি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাহাদাত হোসেন তাসলিম। এ ছাড়া, তাদের সফরসঙ্গী হচ্ছেন ধর্মমন্ত্রীর স্ত্রী বেগম নুরুন্নাহার, মেয়ে ফাতেমা তুজ জোহরা, সচিবের স্ত্রী সালমা সুলতানা ও যুগ্ম সচিবের (হজ) স্ত্রী কাজী উম্মে সালমা।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads