২০১৮ সালের সবচেয়ে জনপ্রিয় হোয়াটসঅ্যাপ

হোয়াটসঅ্যাপ

ছবি : ইন্টারনেট

সোশ্যাল মিডিয়া

২০১৮ সালের সবচেয়ে জনপ্রিয় হোয়াটসঅ্যাপ

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ১৯ জানুয়ারি, ২০১৯

কয়েক দিন আগেই উল্টে গেল ইংরেজি ক্যালেন্ডারের পাতা। সেই সাথে হিসাবের খাতায় কাটাকাটি শুরু হয়েছে অর্জনের দিক থেকে কে এগিয়ে। হিসাবের খাতা থেকে মোবাইল অ্যাপ ডাউনলোডের এমনই একটি হিসেব প্রকাশ করেছে প্রিয়রি ডাটা।

গবেষণাভিত্তিক এই প্রতিষ্ঠানটি পক্ষ হতে প্রকাশিত ওই প্রতিবেদন অনুযায়ী ২০১৮ সালে যে অ্যাপটি ডাউনলোডের দিক থেকে সবার উপরে ছিল হোয়াটসঅ্যাপ। গেলো বছর এই অ্যাপটি ডাউনলোড হয়েছে ৭৪ কোটি ৭০ লাখ।

সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকের মালিকানাধীন হোয়াটসঅ্যাপ ভারত, ইন্দোনেশিয়া, যুক্তরাজ্য, তুর্কি, সুইজারল্যান্ড, স্পেন, সিঙ্গাপুর, রাশিয়া, নেদারল্যান্ড, মেক্সিকো, মালোয়েশিয়া, হংকং, জার্মানি, ফিনল্যান্ড, ব্রাজিলের মতো দেশগুলোতে ফেইসবুক মেসেঞ্জার ব্যবহারকারীদের চেয়ে অনেক বেশি ব্যবহারকারী রয়েছে হোয়াটসঅ্যাপের।

এমনকি ফেসবুক গত বছরে তাদের যেসব অ্যাপ সবচেয়ে জনপ্রিয় তাদের তালিকা করেছে, সেই তালিকায়ও অনেকটা তাক লাগিয়ে দিয়েছে হোয়াটসঅ্যাপ। ফেসবুককে অবাক করে দিয়ে হোয়াটসঅ্যাপ বিশ্বের বেশ কয়েকটি দেশে ভালো অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে। অনেক দেশে ম্যাসেঞ্জার জনপ্রিয় হলেও গত বছর তার চেয়ে হোয়াসঅ্যাপের ডাউনলোড অন্তত ১৫ কোটি বেশি।

আর সর্বোচ্চ ডাউনলোডের হিসেবে শীর্ষ দশে থাকা অ্যাপগুলোর মধ্যে ছয়টি অ্যাপই হচ্ছে ফেসবুকের। হোয়াটঅ্যাপের পর তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ফেসবুক ম্যাসেঞ্জার। অ্যাপটি বিশ্বব্যাপী ডাউনলোড হয়েছে ৫৯ কোটি ২৭ লাখ। ইনস্টাগ্রাম ডাউনলোড হয়েছে ৩৬ কোটি ৮৫ লাখ, আর তাতে এর অবস্থান হযেছে তৃতীয়। ৩৩ কোটি ৬৪ লাখ ডাউনলোড হয়ে তালিকার চতুর্থ অবস্থানে এসেছে ফেসবুক। ২৯ কোটি ৪২ লাখ ডাউনলোডের হিসেবে ষষ্ঠ অবস্থানে আছে ফেসবুক লাইট আর নবম অবস্থানে থাকা ম্যাসেঞ্জার লাইট ডাউনলোড হয়েছে ২০ কোটি।

এদিকে অ্যান্ড্রয়েড অ্যাপের তালিকায় হুট করেই ডাউনলোডের জোয়ার বয়ে গেছে টিকটক নামের অ্যাপটির। ফলে শীর্ষ দশের পঞ্চম অবস্থানে উঠে এসেছে এটি। অ্যাপটি ডাউনলোড হয়েছে ৩০ কোটি ২২ লাখ। এছাড়াও সপ্তম অবস্থানে থাকা হেলিক্স জাম্প পেয়েছে ২৭ কোটি ৯৫ লাখ, অষ্টম অবস্থানে থাকা শেয়ারইট ২৪ কোটি ৭৫ লাখ, দশম অবস্থানে থাকা গারিনা ফ্রি ফায়ার-উইন্টারল্যান্ড ১৮ কোটি ২৬ লাখ ডাউনলোড হয়ে পরবর্তী অবস্থানে রয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads