মনোনয়ন দেয়ার দাবিতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে দিয়েছিলেন দলটির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক এবং সাবেক শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনের সমর্থকরা। তবে পরবর্তীতে ১২ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে তালা খুলে দিয়েছে তারা।
মিলনকে মনোনয়ন দিতে এ আল্টিমেটাম দিয়ে আজ শনিবার দুপুরে পল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের তালা খুলে দেয়।
এসময় চাঁদপুর জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক আলা উদ্দিন সাংবাদিকদের বলেন, আগামী ১২ ঘন্টার মধ্যে যদি এহসানুল হক মিলনকে মনোনয়ন না দেয়া হয় তাহলে গুলশান বিএনপি চেয়ারপার্সন কার্যালয় এবং নয়াপল্টনের পার্টি অফিসে আবারও তালা লাগানো হবে।
দাবি না মানলে বৃহত্তর ও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।
কারও আশ্বাসে তালা খুলেছেন কি না সাংবাদিক এমন প্রশ্নের জবাবে আলা উদ্দিন বলেন, দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আমাদের আশ্বাস দিয়েছেন মিলন ভাইয়ের মনোনয়ের ব্যাপারে দল বিবেচনা করবে। এ আশ্বাসেই আমরা এ কর্মসূচি ১২ ঘন্টার জন্য স্থগিত করছি।