নিরাপদ সড়ক গড়ে তোলার জন্য কেরানীগঞ্জের কদমতলী ও চুনকটিয়া এলাকায় আজ রোববার প্রায় এক ঘণ্টার ঝটিকা অভিযান পরিচালনা করেন কেরানীগঞ্জ উপজেলা প্রশাসন। এসময় দুইটি গাড়ি আটক করে। তবে একদিকে উচ্ছেদ অভিযান করলে অন্য দিকে আবার দখল হতে থাকে। ১১টায় অভিযান হলে ১২টায় তা ফের দখল হতে দেখা যায়।
জানা যায়, বিভিন্ন দলের নেতাদের বিরুদ্ধে গাড়ির স্ট্যান্ডে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। কদমতলী এলাকায় বর্তমান সরকারের কয়েক নেতা নিয়ন্ত্রণ ও চাঁদা তোলার অভিযোগ করেছেন স্থানীয়রা।
এ সময় শতাধিক অবৈধ দোকানপাটের দোকানিদের এবং কয়েক শতাদিক অবৈধ ভাবে যত্রতত্র গাড়ি পার্কিং এ অভিযান করা হয় ও তাদের সতর্ক করে দেওয়া হয়। কিন্তু অভিযান শেষে কর্মকর্তারা চলে গেলে শুরু হয় ভেঙে দেওয়া দোকানিদের দৌঁড়ঝাঁপ ও আবার নতুন করে গাড়ী পার্কিং। একটা-দুইটা করে আবার গাড়ি পার্কিং হতে থাকে। ১ ঘন্টার মধ্যেই সড়কে বিশৃঙ্খলা সৃষ্টি হয়।
অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ, এসময় আরো উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার ভূমি কামরুল হাসান সোহেল।
এ বিষয়ে নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ বলেন, নিরাপদ সড়ক গড়ে তোলার জন্য এ অভিযান চালানো হয়েছে। তবে সকলে সহযোগিতা ও সচেতনতা ছাড়া শুধু আইন প্রয়োগ করে সড়কে শৃঙ্খলা ফেরানো সম্ভব না। দুটি গাড়ি আটক করা হয়েছে। তাদের বৈধ কাগজপত্র না দিতে পারায় আটক করে আইনের আওতায় আনা হয়েছে।