সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের প্রায় ৮১ হাজার অ্যাকাউন্ট হ্যাক করে সেসব অ্যাকাউন্টে থাকা মেসেজ এবং অন্যান্য ব্যক্তিগত তথ্য বিক্রি করছে সাইবার অপরাধীরা।
এসব তথ্য বিক্রির সঙ্গে যুক্ত হ্যাকারদের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে সংবাদমাধ্যম বিবিসি। হ্যাকাররা বিবিসি রাশিয়ান সার্ভিসকে জানিয়েছে, তাদের হাতে ১২ কোটি ফেসবুক অ্যাকাউন্টের তথ্য রয়েছে। যদিও সংবাদমাধ্যমটি এ সংখ্যা নিয়ে সন্দেহের কথা জানিয়েছে।
তবে ফেসবুক বলছে, হ্যাকাররা সামাজিক যোগাযোগমাধ্যমটির নিরাপত্তা ব্যবস্থা ভেঙে অনুপ্রবেশ করতে পারেনি। তাই ধারণা করা হচ্ছে, ম্যালিসিয়াস ব্রাউজার এক্সটেনশন ব্যবহার করে এসব অ্যাকাউন্টে অনুপ্রবেশ করেছে হ্যাকাররা। আর কোনো অ্যাকাউন্ট যেন ক্ষতিগ্রস্ত না হয়, সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথাও জানিয়েছে ফেসবুক। এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, ব্রাউজার নির্মাতা প্রতিষ্ঠানগুলোকে ক্ষতিকর এক্সটেনশন বা প্লাগিন সরিয়ে নেওয়ার জন্য বলা হয়েছে। এ ছাড়া যে ওয়েবসাইটে এসব তথ্য বিক্রি করা হয়েছে, সেটি বন্ধ করার জন্য আইন প্রয়োগকারী সংস্থা ও অন্যান্য কর্তৃপক্ষের সঙ্গে কাজ চলছে বলেও জানিয়েছেন ফেসবুকের একজন কর্মকর্তা।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষতিগ্রস্ত অ্যাকাউন্টের বেশিরভাগই ইউক্রেন এবং রাশিয়ার ব্যবহারকারীদের। এর বাইরে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ব্রাজিল এবং আরো কয়েকটি দেশের অ্যাকাউন্টও রয়েছে।
ক্ষতিগ্রস্ত এসব অ্যাকাউন্টের প্রতিটির তথ্য ১০ সেন্ট করে বিক্রির জন্য অনলাইনে বিজ্ঞাপন দিয়েছে হ্যাকাররা। তবে পরবর্তীতে এ বিজ্ঞাপন সরিয়ে নেওয়া হয়েছে।
এ বছরের সেপ্টেম্বরে একটি ইন্টারনেট ফোরামে একজন ব্যবহারকারী বিপুলসংখ্যক ফেসবুক অ্যাকাউন্টের তথ্য বিক্রির জন্য বিজ্ঞাপনমূলক পোস্ট দেন। পরবর্তীতে বিবিসির পক্ষ থেকে ডিজিটাল শ্যাডোজ নামক একটি সাইবার নিরাপত্তা কোম্পানি বিষয়টি নিয়ে কাজ শুরু করে এবং নিশ্চিত করে যে অন্তত ৮১ হাজার অ্যাকাউন্টের তথ্য নমুনা হিসেবে অনলাইনে প্রকাশ করা হয়েছে। এসব তথ্যের মধ্যে ব্যক্তিগত মেসেজও রয়েছে। দ্বিতীয় ধাপে আরো এক লাখ ৭৬ হাজার অ্যাকাউন্টের তথ্য প্রকাশ করা হয়। যেসব ওয়েবসাইটে এ তথ্যগুলো প্রকাশ করা হয়েছে, তার একটি রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ থেকে পরিচালিত।