একটি হেডফোনের দাম ৮০ হাজার ইউএস ডলার বা ৬৫ লাখ ৬০ হাজার টাকা। চোখ কপালে ওঠার মতোই খবর। দামের বিষয়টি শুনতে অবাক লাগলেও এমনই একটি হেডফোন বাজারে এনেছে হাইফাই ম্যান ইলেকট্রনিক্স।
হেডফোনটি তৈরিতে একটা আল্ট্রা-থিন ডায়াফ্রেম ব্যবহার করা হয়েছে, যা বসানো হয়েছে দুটি প্যানেলের মাঝে। এই ডায়াফ্রেম টানলেই শব্দ শোনা যাবে।
অন্যান্য সাধারণ হেডফোনের ডায়াফ্রেম কয়েক মাইক্রোমিটার মোটা হয়। কিন্তু বিশেষ এই হেডফোনের ডায়াফ্রেম থিকনেস মাত্র শূন্য দশমিক ১ মাইক্রোমিটার। এটি এতটাই পাতলা যে পাশ থেকে এটা প্রায়ই অদৃশ্যই মনে হবে এবং কোনো বাধা ছাড়াই সাউন্ড ওয়েভ এগিয়ে যাবে।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট সিনেটে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, দামি এই হেডফোনটি তৈরি করতে হাইফাই ম্যান ইলেকট্রনিক্সের সময় লেগেছে ১০ বছর এবং কয়েকবার পরীক্ষা-নিরীক্ষার পর গত বছর এই হেডফোন বাজারে এসেছে। যারা হেডফোন কিংবা ইউনিক প্রযুক্তিপণ্য সংগ্রহের ব্যাপারে সৌখিন, তারা অবশ্যই এই হেডফোনটি যে কিনে নেবেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই বলা চলে। প্রসঙ্গত, ২০০৭ সালে ফাং বিয়ান নামক ব্যক্তি হাইফাই ম্যান ইলেকট্রনিক্স প্রতিষ্ঠা করেন, যা মূলত এই হেডফোনটির নির্মাতা প্রতিষ্ঠান। ন্যানো টেকনোলজি ব্যবহার করে উচ্চ প্রযুক্তির এবং দামি হার্ডওয়্যার তৈরির ক্ষেত্রে বাজারে যাদের বেশ সুনাম রয়েছে।