হৃদয়কে হুইল চেয়ার উপহার দিলেন জেলা প্রশাসক

হৃদয়ের হাতে শিক্ষাবৃত্তির টাকা তুলে দিচ্ছেন জেলা প্রশাসক মঈনউল ইসলাম

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

হৃদয়কে হুইল চেয়ার উপহার দিলেন জেলা প্রশাসক

  • নেত্রকোনা প্রতিনিধি
  • প্রকাশিত ৩ ডিসেম্বর, ২০১৮

মায়ের কোলে চড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে গিয়ে দেশজুড়ে আলোচনায় আসা নেত্রকোনার হৃদয়কে অত্যাধুনিক হুইল চেয়ার ও শিক্ষাবৃত্তির আর্থিক সহায়তা দিয়েছেন জেলা প্রশাসক।

আজ সোমবার দুপুরে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসে নেত্রকোনা জেলা প্রশাসকের কার্যালয়ে হৃদয়ের হাতে ব্যাটারী চালিত হুইল চেয়ার ও সমাজসেবা অধিদপ্তরের ১৪ হাজার ৭০০ টাকার চেকের এই উপহার তুলে দেন স্থানীয় জেলা প্রশাসক মঈনউল ইসলাম।

এর আগে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে জেলা সমাজসেবা কার্যালয় ও জেলা প্রশাসন আয়োজিত র‌্যালী, আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

হৃদয় তার মা সীমা সরকারকে নিয়ে দিবসটির কর্মসূচিতে অংশ নেন। সম্প্রতি সীমা সরকার বিবিসি বাংলার বিশ্বের একশ সেরা মায়ের মধ্যে স্থান করে নেন। হৃদয় এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ভর্তি হন।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. আলাউদ্দিনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- জেলা প্রশাসক মঈনউল ইসলাম, সিভিল সার্জন তাজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহজাহান মিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আল মজীদ, মুক্তিযোদ্ধা আব্দুল মতিন, শিক্ষক গোলাম মোস্তফা, দৃষ্টি প্রতিবন্ধী হাবিবুর রহমান।

অনুষ্ঠানে হৃদয় ছাড়াও আরো ৯জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার ও ৩৪ জনকে শিক্ষাবৃত্তির চেক দেয়া হয়।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads