হুয়াওয়ের প্রযুক্তি ব্যবহারে অন্যান্য দেশকে সতর্ক করছে যুক্তরাষ্ট্র

ছবি : ইন্টারনেট

তথ্যপ্রযুক্তি

হুয়াওয়ের প্রযুক্তি ব্যবহারে অন্যান্য দেশকে সতর্ক করছে যুক্তরাষ্ট্র

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ২৬ নভেম্বর, ২০১৮

হুয়াওয়ের ৫জি প্রযুক্তি ব্যবহার না করতে বিভিন্ন দেশকে প্ররোচিত করছে যুক্তরাষ্ট্র। ৫জি সংক্রান্ত কার্যক্রম থেকে হুয়াওয়েকে বাদ দেওয়ার জন্য গেল অক্টোবরে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে অনুরোধ করেছিল যুক্তরাষ্ট্র। তবে সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে বলেছে- শুধু কানাডা নয়, হুয়াওয়ের ৫জি প্রযুক্তি ব্যবহার না করতে জার্মানি, জাপান, ইতালিসহ আরো কয়েকটি বন্ধুপ্রতিম রাষ্ট্রকে আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। দেখা গেছে, যেসব দেশে মার্কিন সৈন্যদের ঘাঁটি আছে, সেসব দেশকেই যুক্তরাষ্ট্র এ অনুরোধ করছে। হুয়াওয়ে ছাড়াও জেডটিই নিয়েও সতর্ক করছে যুক্তরাষ্ট্র।

এরই মধ্যে দেশটির শীর্ষ প্রতিনিধিরা এসব দেশের সঙ্গে আলোচনা সম্পন্ন করেছেন। ৫জি নেটওয়ার্ক চালু করার ক্ষেত্রে হুয়াওয়ের প্রযুক্তি ব্যবহার করা হলে সেটি সাইবার নিরাপত্তা ও রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য কীভাবে বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে সেসব কিছুই প্রাধান্য পেয়েছে আলোচনায়।

মূলত ২০১২ সালে একটি প্রতিবেদন প্রকাশ হওয়ার পর থেকেই যুক্তরাষ্ট্র সরকারের রোষানলে আছে চীনের এ প্রযুক্তিপণ্য ও নেটওয়ার্ক ইক্যুইপমেন্ট নির্মাতা প্রতিষ্ঠানটি। এ প্রতিবেদনে বলা হয়েছে, হুয়াওয়ে দেশটির রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য বড় হুমকি। কারণ চীন চাইলেই রাষ্ট্রীয় স্পর্শকাতর তথ্য হুয়াওয়ের মাধ্যমে পেতে পারবে। ব্যাপারটিকে এতটাই গুরুত্ব দেওয়া হয়েছিল যে, এ বছরের অন্তর্বর্তীকালীন নির্বাচনের আগে সরকারি কাজে নিয়োজিত ব্যক্তিদের হুয়াওয়ে ও জেডটিই ডিভাইস ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads