হুবেই প্রদেশে একদিনেই রেকর্ড ২৪২ জনের মৃত্যু

ছবি : সংগৃহীত

এশিয়া

করোনাভাইরাস

হুবেই প্রদেশে একদিনেই রেকর্ড ২৪২ জনের মৃত্যু

  • আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত ১৩ ফেব্রুয়ারি, ২০২০

করোনাভাইরাসের সংক্রমণে কোভিড নাইনটিনে চীনের হুবেই প্রদেশে একদিনেই রেকর্ড ২৪২ জন মারা গেছেন।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চীনে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩শ' ৫৫ জনে। এর মধ্যে হুবেই প্রদেশেই মারা গেছে ১ হাজার ৩শ' ১০ জন। আর এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত হয়েছে ৬০ হাজার ১৫ জন। গতকাল বুধবার ১৪ হাজার ৮শ' ৪০ জন নতুন করে আক্রান্ত হয়েছেন, আর ১ হাজার ৩৭ জনের অবস্থা আশঙ্কাজনক।

করোনাভাইরাসের সংক্রমণে কোভিড নাইনটিনে চীনের হুবেই প্রদেশে গতকাল একদিনেই রেকর্ড ২৪২ জন মারা গেছেন। এটিই এ পর্যন্ত রেকর্ড সংখ্যক মৃত্যু।

তবে, আশার বিষয় এখন পর্যন্ত ৩ হাজার ৪শ'র বেশি মানুষ চিকিৎসার পর সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। চীন বাদে বিশ্বের ২৪টি দেশে আক্রান্ত ৪শ' ৪০ এর বেশি।

করোনাভাইরাস পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হয়েছে বলে জানান বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেডরস আঢানম। তিনি আরও জানান, সামনের দিনগুলোতে আক্রান্ত ও মৃতের সংখ্যা কমবে না বাড়বে তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।

এদিকে, সিঙ্গাপুরে নতুন করে তিন জন আক্রান্ত হয়েছেন। দেশটিতে দুই বাংলাদেশিসহ এনিয়ে আক্রান্ত ৫০, তাদের মধ্যে আটজনের অবস্থা আশঙ্কাজনক। এছাড়া, যুক্তরাষ্ট্রে ১৩ এবং যুক্তরাজ্যে ৯ জন আক্রান্ত হয়েছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads