হিলিতে ৩ রোহিঙ্গা শিশু আটক

প্রতিনিধির পাঠানো ছবি

অপরাধ

হিলিতে ৩ রোহিঙ্গা শিশু আটক

  • হিলি (দিনাজপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ২৬ জুলাই, ২০১৯

দিনাজপুরের হিলিতে তিন রোহিঙ্গা শিশুকে আটক করেছে থানা পুলিশ। আজ বৃহস্পতিবার রাত ৮ টারদিকে হিলি সিপি রোড থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো, কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের আব্দুল গনি মিয়ার ছেলে একরাম (১২), নুর ইসলামের ছেলে ইউনুস (১৪) ও নুর মোহাম্মদের ছেলে সদরুল (১২)।

হাকিমপুর থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, ওই তিন রোহিঙ্গা শিশু ভারতে যাবার চেষ্টা করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের তারা পুলিশকে জানিয়েছে ভারতে যাবার জন্যই তারা হিলিতে এসেছিল। আইনী প্রক্রিয়া শেষে আগামীকাল তাদেরকে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads