হিরো আলমও ‘হাইকোর্ট’ দেখায়, বোঝেন অবস্থা : ইসি সচিব

ইসি সচিব হেলালুদ্দীন আহমেদ ও বগুড়া-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী হিরো আলম ওরফে আশরাফুল আলম

সংগৃহীত ছবি

নির্বাচন

হিরো আলমও ‘হাইকোর্ট’ দেখায়, বোঝেন অবস্থা : ইসি সচিব

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১৯ ডিসেম্বর, ২০১৮

নির্বাচন কমিশনের (ইসি) সচিব হেলালুদ্দীন আহমেদ বলেছেন, প্রার্থীদের বিষয়ে উচ্চ আদালত থেকে একের পর এক নির্দেশনা আসায় কমিশন কিছুটা উদ্বিগ্ন ও ব্যতিব্যস্ত। এতে আসনভিত্তিক ব্যালট পেপার ছাপানো নিয়ে জটিলতায় পড়তে হচ্ছে ইসিকে।

এ সময় বগুড়া-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী হিরো আলম ওরফে আশরাফুল আলমের প্রার্থিতার প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, হিরো আলম পর্যন্ত আমাদের হাইকোর্ট দেখায়। সেও বলে যে, নির্বাচন কমিশনকে আমরা হাইকোর্ট দেখিয়ে ছাড়ছি। বোঝেন অবস্থা!

আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ের ইটিআই ভবনে প্রশিক্ষণে এ কথা বলেন ইসি সচিব। নির্বাচনের দিন সফটয়্যার–সংক্রান্ত ইলেকশান ম্যানেজমেন্ট সিসটেম (ইএমএস), ক্যানডিডেট ইনফরমেশান ম্যানেজমেন্ট সিস্টেম (সিআইএমএস) এবং রেজাল্ট ম্যানেজমেন্ট সিসটেম (আরএমএস) বিষয়ে এ প্রশিক্ষণ হয়।

ইসি সচিব বলেন, ‘এখন পর্যন্ত অনেক আসনে আমাদের প্রার্থী চূড়ান্ত হয়নি। কিছু বোধ হয় আরও পরিবর্তন হবে। যেখানে প্রার্থী একদম চূড়ান্ত হয়ে গেছে সেগুলোর ব্যালট ছাপিয়ে ফেলব। কারণ আমরা চাই এক সপ্তাহ পূর্বে ব্যালট মাঠে চলে যাবে। যেখানে সমস্যা আছে সেখানে ব্যালট আমরা একটু পরে ছাপাব। মহামান্য হাইকোর্ট থেকে নির্দেশনা আসলে আমাদের সেইভাবে অ্যাকুমুলেটেড করতে হয়।’

তিনি বলেন, ‘হিরো আলম পর্যন্ত হাইকোর্ট দেখায়। সেও বলে যে “নির্বাচন কমিশনকে আমরা হাইকোর্ট দেখিয়ে ছাড়ছি।” বোঝেন অবস্থা! সে তো স্বতন্ত্র প্রার্থী। সে বগুড়া থেকে দাঁড়িয়েছে। প্রথমে রিটার্নিং কর্মকর্তা তাঁর মনোনয়ন বাতিল করেছে। তারপর আমাদের কাছে আপিল করেছে। মাননীয় কমিশন তার আপিল বাতিল করেছে। সে হাইকোর্টে গিয়ে তারটা ক্লিয়ার করে আসছে। তারপর আগের তালিকার সঙ্গে তার (হিরো আলম) প্রতীক সংযুক্ত করে আমাদের কাছে পাঠিয়েছে। মহামান্য হাইকোর্ট থেকে বিভিন্ন নির্দেশনা আসতেছে। আমরা এগুলো নিয়ে একটু উদ্বিগ্ন এবং ব্যতিব্যস্ত।’

অনুষ্ঠানে ইটিআই এর পরিচালক মোস্তফা ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads