হাসপাতালে ঘুরে বেড়ায় কুকুর

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

হাসপাতালে ঘুরে বেড়ায় কুকুর

  • নুরুজ্জামান, মানিকগঞ্জ
  • প্রকাশিত ২৬ এপ্রিল, ২০২১

মহামারী করোনা প্রাদুর্ভাবের সংকটকালে সময়ে মানিকগঞ্জের ২৫০ শয্যার আধুনিক হাসপাতালের ভেতরে কুকুরকে ঘুরে বেড়াতে দেখা গেছে। জেলা হাসপাতালের পুরাতন ভবনের নিজ তলায় জরুরি বিভাগ, তত্ত্বাবধায়ক ও আবাসিক চিকিৎসকের অফিস, প্রসূতি বিভাগসহ স্পর্শকাতর সেবা কেন্দ্র রয়েছে। এসব কেন্দ্রের সামনে রোগী ওয়ার্ডের যাতায়াতের রাস্তায় সারিবদ্ধভাবে কুকুরগুলো ঘুমাচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষের এমন উদাসীন ভূমিকায় রোগীরা রয়েছে স্বাস্থ্যঝুঁকিতে।

সরজমিনে গিযে দেখা গেছে, এক সময়ের আধুনিক সদর হাসপাতাল বর্তমানে ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে পুরাতন ভবনের আবাসিক মেডিকেল অফিসারের রুমের সামনে, তত্ত্বাবধায়কের রুমের সামনে সারিবদ্ধভাবে একাধিক কুকুর নির্বিঘ্নে ঘুমাচ্ছে। অথচ হাসপাতাল কর্তৃপক্ষের তেমন কোনো মাথাব্যাথা নেই।

চিকিৎসা নিতে আসা রোগীর স্বজন রাজা বলেন, এই ককরোনাকালে সরকার যখন পুরো দেশবাসীকে সচেতন এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে নানামুখী কর্মসূচি নিচ্ছে সেই মুহূর্তে হাসপাতালের ভেতরে কুকুরের অবাধ আনাগোনা কাম্য নয়। কারণ কুকুর জলাতঙ্ক রোগ বহন করে। সেই কুকুরগুলো হাসপাতালের মেঝোতে শুয়ে রয়েছে।

এবিষয়ে হাসপাতালের অরএমও ইমরান এবং তত্ত্বাবধায়ক আরশাদউল্লাহ্র সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলেও তাদের ফোন বন্ধ পাওয়া যায়। সিভিল সার্জন ডা. আনোয়ারুল অমিন আখন্দ বলেন, এ বিষয়ে খোঁজ নিচ্ছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads