সারা দেশ

হালুয়াঘাটে সাম্প্রদায়িক সম্প্রীতি ও ঐতিহ্য রক্ষা করে পূজা উদযাপন

  • মোঃ রফিকুল্লাহ চৌধুরী মানিক, হালুয়াঘাট প্রতিনিধি
  • প্রকাশিত ১৪ অক্টোবর, ২০২১

ময়মনসিংহের হালুয়াঘাটে সাম্প্রদায়িক সম্প্রীতি ও ঐতিহ্য রক্ষা করে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বী দুর্গোৎসব। উপজেলায় ৬১টি পূজা মন্ডপে প‍ূজা উৎযাপন করে হিন্দু সম্প্রদায়ের জনগোষ্ঠী। ভক্তরা শান্তি শৃঙ্খলা বজায় রেখে যাতে প্রার্থনা- আর্চনা করতে পারে এবং সন্ত্রাসী কর্মকান্ড ও বিভিন্ন নাশকতা ঠেকাতে হালুয়াঘাট পৌর এলাকাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানান হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোঃ রেজাউল করিম।

নিরাপত্তা ব্যবস্থা বাস্থবায়নে অতিরিক্ত পুলিশ, টহল টিম, গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ, আনসার সদস্য, সাদা পোশাক স্কোয়াড নিয়োজিত এবং অনেক পূজা মন্ডপে সিসি ক্যামেরা দ্বারা মনিটরিং করা হচ্ছে। 

হালুয়াঘাট  থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহিনুজ্জামান খান শহরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন। 

পরিদর্শন কালে তিনি বলেন, বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গা পূজা। যারা নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করবে ও জড়িত থাকবে তাদেরকে কোনো ছাড় দেওয়া হবে না। 

এসময় উৎসবমুখর পরিবেশে সার্বক্ষণিক শান্তিপূর্ণভাবে পরিস্থিতি বজায় রাখার লক্ষ্যে, সুন্দর ও মনোরম পরিবেশে উৎসব উদযাপনের জন্য সকল তরুণদের প্রতি বিশেষভাবে অনুরোধ জানান তিনি।

এ সময় আরও উপস্থিত ছিলেন সাংবাদিক সহ সুধীজনেরা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads