হালুয়াঘাটে বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

হালুয়াঘাটে বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

  • হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি
  • প্রকাশিত ৭ ডিসেম্বর, ২০২০

হালুয়াঘাট উপজেলায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস-২০২০ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (৭ ডিসেম্বর) সকাল ১২টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মাহামুদুল হক সায়েম। বিশেষ অতিথি বক্তব্য রাখের উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ তানভীর আহমেদ, পৌরমেয়র খাইরুল আলম ভূঁইয়া, হালুয়াঘাট থানা আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি কবিরুল ইসলাম ব্যাগ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহামুদুল হাসান, সহ-উপজেলা প্রশাসনের কর্মকর্তা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন।

অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ জাতীয় ৪ নেতা ও মুক্তিযুদ্ধে শাহাদাতবরণকারী ৩০ লক্ষ শহীদদের উদ্দেশ্যে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর আলোচনা সভায় আগামী ১৫/১৬/১৭ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা পরিষদ কমপ্লেক্স সহ বিভিন্ন দপ্তরে আলোকসজ্জা করার সিদ্ধান্ত গৃহীত হয়।

মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক মহামারী করোনা পরিস্থিতির কারণে স্বাস্থ্যবিধি মেনে স্বল্প পরিসরে মহান বিজয় দিবস পালন করার সিদ্ধান্ত গৃহীত হয়। সূর্যোদয়ের সাথে সাথে তোপধ্বনির মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন পূর্বক সকাল ৮ টা ৩০ মিনিটে বঙ্গবন্ধু ম্যুরাল জাতীয় পতাকা উত্তোলন করা হবে। সন্ধ্যা ৭ টায় ভার্চুয়াল মিটিং এর মাধ্যমে বিজয় দিবসের আলোচনা অনুষ্ঠিত হবে।

সভায় কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য দুষ্কৃতিকারী কর্তৃক ক্ষতিগ্রস্ত করায় নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। দেশের ঐক্য সমুন্নত রাখতে একযোগে কাজ করার জন্য সবাইকে আহ্বান জানান হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads