ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি:
দক্ষিণ এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদী থেকে বালু উত্তোলনের দায়ে ৪জনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
গত শুক্রবার(১৯এপ্রিল) ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী অফিসার মোজাম্মেল হক চৌধুরী এ দণ্ডাদেশ দেন।
তিনি জনান,পৌরসভার ৯ নং ওয়ার্ডের মতি ভান্ডারের পাশে হালদা নদী থেকে নৌকায় বালু উত্তোলনের সময় স্থানীয় কাউন্সিলর ও জনগণের সহযোগিতায় ৪জনকে আটক করা হয়।
পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মোবাইল কোর্টের মাধ্যমে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন-শহীদ হালদারের পুত্র আব্দুল জব্বার,জয়নাল আবেদীনের পুত্র মোহাম্মদ অলিউল্লাহ,মোহাম্মদ আমির হোসেনের পুত্র মোহাম্মদ খোকন, আবু জাফরের পুত্র আব্দুল মতিন। অভিযান কালে ফটিকছড়ি থানা পুলিশ সহযোগিতা করেন।