ভারত ও অস্ট্রেলিয়া প্রথম টি টোয়েন্টি ম্যাচের একটি মুহূর্ত

ছবি : ইন্টারনেট

ক্রিকেট

হার দিয়ে অস্ট্রেলিয়া সফর শুরু করল ভারত

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ২২ নভেম্বর, ২০১৮

হার দিয়ে অস্ট্রেলিয়া সফর শুরু করল ভারত। ব্রিসবেনে অনুষ্ঠিত তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে স্বাগতিক অস্ট্রেলিয়ার কাছে ডিএল পদ্ধতিতে ৪ রানে হেরেছে তারা। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে অস্ট্রেলিয়ার ১৫৮ রানের জবাবে ১৭ ওভার ভারতের প্রয়োজন ছিল ১৭৪। ৭ উইকেট হারিয়ে তারা সংগ্রহ করে ১৬৯ সংগ্রহ করে।

ব্রিসবেনে প্রথমে ব্যাট করতে নেমে ১৭ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৫৮ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। এর পর বৃষ্টির কারণে অস্ট্রেলিয়া আর ব্যাট করতে নামতে পারেনি। ফলে বৃষ্টি আইনে ভারতের সামনে ১৭ ওভারে জয়ের লক্ষ্যমাত্রা দাঁড়ায় ১৭৪ রান।

১৭৪ রানের লক্ষে ব্যাট করতে নেমে ৭ রান করে ফিরে যান রোহিত শর্মা। এর দ্রুত ফিরে যান লোকেশ রাহুল ও বিরাট কোহলি ও শেখর ধাওয়ান। ৪২ বলে ১০ চার ও ২ ছক্কায় ৭৬ রান করেন ধাওয়ান। শেষ পর্যন্ত ১৭ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৯ রান সংগ্রহ করে ভারত। ম্যাচসেরা হন অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads