হাতীবান্ধায় শিয়াল জবাই করার ছবি ফেসবুকে ভাইরাল

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গেন্দুকুড়ি গ্রামে একটি শেয়াল জবাই করে গাছের সঙ্গে টাঙ্গিয়ে এভাবেই চামড়া সরানো হয়

প্রতিনিধির পাঠানো ছবি

জীব ও পরিবেশ

হাতীবান্ধায় শিয়াল জবাই করার ছবি ফেসবুকে ভাইরাল

  • হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
  • প্রকাশিত ২ অক্টোবর, ২০১৯

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গেন্দুকুড়ি গ্রামে একটি শেয়াল জবাই করে গাছের সঙ্গে টাঙ্গিয়ে চামড়া সরানোর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দিলে তা ভাইরাল হয়ে যায়। বিষয়টি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। নজরে পড়ে প্রশাসনের।

ফেসবুক ও সরেজমিনে গিয়ে জানা গেছে, গত শনিবার উপজেলার গেন্দুকুড়ি গ্রামের আজহার আলীর পুত্র আবুল কালাম, আব্দুস ছামাদ ভুঁইয়ার পুত্র খোরশেদ আলম,সুরুজ জামালের পুত্র আলমগীর হোসেন, মাজম শেখের পুত্র সুরুজ জামালসহ কয়েকজন একটি শিয়ালকে আটক করে জবাই করে গাছের সঙ্গে টাঙ্গিয়ে চামড়া ছিলাচ্ছিল।

এ সময় একই গ্রামের আব্দুল গফুরের পুত্র নায়েব আলী মোবাইল ফোনের সাহায্যে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছাড়েন। ছবিটি নিমিষেই ভাইরাল হয়ে যায়। নজর পড়ে প্রশাসনের। জড়িতদের আইনের আওতায় আনার নির্দেশ ইউএনও সামিউল আমিনের।

ঘটনার সঙ্গে জড়িতদের আবুল কালাম বলেন, শনিবার বাড়ীর পোষা ছাগলকে ধরে নিয়ে যাচ্ছিল একটি শিয়াল। দেখে ধাওয়া করে শিয়ালটিকে আটক করা হয়েছে। শিয়ালের মাংস খেলে অনেক ধরনের রোগ থেকে মুক্তি পাওয়া যায়। এধরনের বিশ্বাস থেকে শিয়ালটিকে জবাই করে মাংস ভাগ করে খাওয়া হয়েছে।

বনবিভাগের লালমনিরহাটের রেঞ্চ কর্মকর্তা নূরনবী বাদল বলেন, এ ধরনের সংবাদ নজরে এলে বুধবার দুপুরে ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তদের সনাক্ত করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। হাতীবান্ধা থানার ওসি ওমর ফারুক বলেন, ঘটনাটি লোকমুখে শুনেছি। এ ধরনের অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিউল আমিন বলেন, এ সংক্রান্ত একটি বিষয় ফেসবুকের সাহায্যে আমাদের নজরে এসেছে। এ ব্যাপারে উপজেলা বিট কর্মকর্তাকে আইনানুগ ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads