রাজধানীর হাতিরঝিলের মহানগর প্রজেক্ট এলাকার একটি বাসা থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
ওই ছাত্রের নাম মোহাম্মদ মেহেবুল্লাহ তৌসিফ (২১)। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সদ্য ভর্তি হয়েছিলেন বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
মৃতের বড় ভাই মিরাজ জানান, তৌসিফ এর আগে একবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন৷ তিনি কারো সঙ্গে কিছু শেয়ার করতেন না। চুপচাপ থাকতেন। তবে কী কারণে তিনি 'আত্মহত্যা' করেন তা বলতে পারছেন না।
হাতিরঝিল থানার এসআই নজরুল ইসলাম জানান, ওই শিক্ষার্থীর বাড়ি পটুয়াখালী। এক সপ্তাহ আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ভর্তির জন্য তিনি ঢাকায় আত্মীয়ের বাসায় আসেন। ওই বাসার একটি ঘরে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাকে পাওয়া যায়। তবে তার মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে এ ব্যাপার মন্তব্য করা যাবে।