হাজীগঞ্জে বিদ্যুতের পিলার চাপায় শ্রমিক নিহত

প্রতীকী ছবি

সারা দেশ

হাজীগঞ্জে বিদ্যুতের পিলার চাপায় শ্রমিক নিহত

  • চাঁদপুর প্রতিনিধি
  • প্রকাশিত ৩০ এপ্রিল, ২০১৯

চাঁদপুরের হাজীগঞ্জে বিদ্যুতের পিলার চাপায় মো. আবদুল্লাহ ওরফে মো. হোসেন (২২) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার রাজারগাঁও ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবদুল্লাহ্ হাজীগঞ্জ পৌরসভাধীন টোরাগড় গ্রামের সুলতান সর্দার বাড়ির বাচ্চু মিয়ার ছেলে। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়।

জানা গেছে, চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ঠিকাদার মনির হোসেনের অধিনে রাজারগাঁও ইউনিয়নে নতুন বিদ্যুৎ লাইনের নির্মাণ কাজ চলছে।  বৈদ্যুতিক পিলার বসানোর সময় অসাবধানবশত পিলারের চাপায় গুরুতর আহত হয় আবদুল্লাহ। পরে তার সহকর্মীরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডা. আনোয়ারুল আজিম জানান, হাসপাতালে আনার আগেই শ্রমিক আবদুল্লাহর মৃত্যু হয়েছে।

থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আলমগীর হোসেন রনি জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরবর্তীতে আমরা আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবো।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads