হাজীগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রতিনিধির পাঠানো ছবি

দুর্ঘটনা

হাজীগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

  • চাঁদপুর প্রতিনিধি
  • প্রকাশিত ১৮ অগাস্ট, ২০১৯

হাজীগঞ্জে পুকুরের পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে। আজ রোববার দুপুরে উপজেলার কালচোঁ দক্ষিন ইউনিয়নে আবু ছাইদ নামের ১৪ মাসের এক শিশু পানিতে ডুবে মারা যায়। নিহত শিশু ওই ইউনিয়নের রামপুর গ্রামের মজুমদার বাড়ির আবুল কালাম মজুমদারের ছেলে।

নিহত শিশুর চাচা আহসান জানান, শিশু আবু ছাইদ ঘরের সামনে খেলছিল। অভিভাবকরা কিছু সময় পর তাকে খুঁজে পাচ্ছিল না। খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পুকুরে গিয়ে দেখা যায় শিশুটি পানিতে ভাসছে। পরে স্বজনরা তাকে পানি থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

নিহতের বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনোয়ারুল আজিম বলেন, হাসপাতালে আনার আগেই শিশু আবু ছাইদের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads