হাজীগঞ্জের বিভিন্ন স্থানে নৌকার গণসংযোগে হামলা, আহত-৭

হাজীগঞ্জে বিএনপি জামায়াতের হামলায় আহতদের দেখতে উপজেলা স্বস্থ্য কমপ্লেক্সে যান মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম এমপি

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

হাজীগঞ্জের বিভিন্ন স্থানে নৌকার গণসংযোগে হামলা, আহত-৭

  • চাঁদপুর প্রতিনিধি
  • প্রকাশিত ২৬ ডিসেম্বর, ২০১৮

চাঁদপুরের হাজীগঞ্জে নৌকার প্রতিকের গণসংযোগে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদকসহ অন্তত-৭ যুবলীগ ছাত্রলীগ নেতা আহত হয়েছেন। আহতদের দেখতে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য ও আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম।

গতকাল মঙ্গলবার বিকালে উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের স্থানীয় নোয়াহাট বাজারে, সন্ধ্যায় বড়কুল পশ্চিম ইউনিয়নের রামচন্দ্রপুরে, একই সময়ে হাটিলা পূর্ব ইউনিয়নের হাটিলা গ্রামে এ হামলার ঘটনা ঘটে। আহতরা হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

আহতরা হলেন, বড়কুল পূর্ব ইউনিয়ন ৪নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক গাজী মো. নুরুল ইসলাম (৪০), আমির হোসেন (৩৫), ৭নং বড়কুল পশ্চিম ইউনিয়নে সাইফুল ইসলাম কামাল, হাটিলা পূর্ব ইউনিয়নের সোহেল প্রধানীয়া, সম্রাট প্রধানীয়াসহ কয়েকজন এবং পৌরসভাধীন ৩নং ওয়ার্ডে সাবেক কাউন্সিলর মহসিন ফারুক বাদলের নেতৃত্বে ছাত্রলীগ নেতা সাব্বিরকে মারধর করে।

আহত যুবলীগ নেতা গাজী নুরুল ইসলাম ও আমির হোসেন জানান, প্রতি দিনের ন্যায় আজও যুবলীগ নেতা-কর্মীদের সাথে নিয়ে স্থানীয় নোয়াহাট বাজারে নৌকা প্রতিকের গণসংযোগ শুরু করি। আমরা যখন ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে আসি, তখন আমাদের প্রচারে বাধা দেয় স্থানীয় বিএনপি-জামায়াত।

তারা বলেন, প্রচারে বাধা দেয়ার কারন জানতে চাইলে, জামায়াত নেতা বিল্লাল হেফাজত, স্থানীয় মসজিদের ইমাম শাহজান হুজুর, মনির হুজুর ও যুবদল নেতা ফারুকসহ প্রায় অর্ধ-শতাধিক বিএনপি-জামায়াতের নেতা-কর্মী ধর ধর বলে এবং দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে আমাদের উপর অতর্কিত হামলা করে। এতে আমরা তিনজন গুরুতর আহত হই। পরে স্থানীয়রা আমাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।

অপর দিকে হাটিলা পূর্ব ইউনিয়ন ও ১০নং গন্ধর্ব্যপুর ও বড়কুল পশ্চিম ইউনিয়নের রামচন্দ্রপুর বাজারে যুবলীগের গনসংযোগে হামলা করেছে ছাত্রদল ও যুবদল। এ সময় যুবলীগ নেতা সাইফুল ইসলাম কামাল (৩৭ কে কুপিয়ে মারত্মক জখম করে। হাটিলা পূর্ব ইউনিয়নে যুবদল ও ছাত্রদলের হামলায়-২জন আহত হয়েছে। আহতদের হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে হাজীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক গাজী মো. মাইনুদ্দীন জানান, বিএনপি প্রার্থী ইঞ্জিনিয়ার মমিনুল হকের নির্দেশে বিভিন্ন স্থানে আওয়ামী লীগের গনসংযোগে চোরাগুপ্তা হামলা করা হচ্ছে। এর পরিনাম খুবই ভয়াবহ হবে।

এ বিষয়ে বিএনপি-জামায়াত নেতৃবৃন্দকে না পাওয়া তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি। থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আলমগীর হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে বিজিবি, র‌্যাব ও পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে রাতে যুবলীগ ও ছাত্রলীগের আহত নেতা-কর্মীদের দেখতে হাসপাতালে ছুটে যান হাজীগঞ্জ-শাহরাস্তি সংসদীয় আসনের সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম এমপি। এসময় তিনি সাংবাদিকদের জন্য আহতদের সকল চিকিৎসার দায়ভার আমি নিলাম। তিনি আরো বলেন, এখানে যদি চিকিৎসা না হয় প্রয়োজনে ঢাকা নিয়ে উন্নত চিকিৎসা প্রদান করা হবে।

এ সময় উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক গাজী মো. মাইনুদ্দীন, যুগ্ম সম্পাদক আবদুল মান্নান, সাংগঠনিক সম্পাদক গোলাম ফারুক মুরাদ, উপজেলা যুবলীগের আহবায়ক মাসুদ ইকবাল, যুগ্ম আহবায়ক জাকির হোসেন সোহেল, পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক তাজুল ইসলাম উপস্থিত ছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads