হাকিমপুরে মহড়াপাড়া এলাকা থেকে ২২০ বোতল ফেন্সিডিল সহ রোস্তম আলী (৪০) নামে এক যুবকে গ্রেফতার করেছে হাকিমপুর থানা পুলিশ।
আজ শনিবার সকালে তাকে আটক করা হয়। আটককৃত রোস্তম আলী মহড়াপাড়া মৃত আমিনের উদ্দিনের ছেলে।
হাকিমপুর থানা ভারপ্রাপ্ত ওসি আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে এস আই আমীর হোসেন সোহেল, এএস আই রাজু আহম্মেদ নেতৃত্বে মহড়াপাড়া গ্রামে অভিযান চালায়। এ সময় তিনি ২২০ বোতল ফেন্সিডিল সহ আটক করেন। এস আই রাকিব হোসেন বলেন, শনিবার দুপুরের দিকে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।