দিনাজপুরের হাকিমপুরে ভিক্ষুকদের পুনর্বাসনে রিকসা ভ্যান ও দোকান বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টায় খট্রামাধবপাড়া ইউনিয়ন পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের উদ্যোগে রিকশা ভান ও দোকান ঘর বিতরণ করা হয়।
এ উপলক্ষে হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রাফিউল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন দিনাজপুর জেলা প্রশাসক মাহমুদুল আলম।
এ সময় অন্যদের মাধ্যে বক্তব্য রাখেন হাকিমপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুন-উর-রশিদ, ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান তোফাজ্জল হোসেনসহ অনেকে।
পরে জেলা প্রশাসক মাহমুদুল আলম নয় জন ভিক্ষুককে ৯টি তৈরী দোকান ঘর ও দুইজন ভিক্ষুককে ২ টি অটো চ্যার্জার ভ্যান প্রদান করেন।
হাকিমপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহেল রানা পাপ্পু জানান, হাকিমপুরকে ভিক্ষুকমুক্ত করতে খট্টামাধবপাড়া ইউনিয়নের নয়জন ভিক্ষুকের মাঝে ৯ টি তৈরি দোকানঘর ও মালপত্র, দুইজনকে ২টি চার্জার ভ্যান ও একজনকে ব্যবসা করার জন্য জন্য ৮ হাজার টাকা দেওয়া হয়েছে।
উপজেলার ভিক্ষুককের তালিকা করা হয়েছে পর্যায়ক্রমে অন্যান্য ভিক্ষুকদের পুনর্বাসন করা হবে বলেও জানান তিনি।